জামশেদপুর, ৫ জুন: গাছ থেকে আম (Mango) পাড়ার পর তা ভাগাভাগি নিয়ে ঝগড়ার জন্য খুন হতে হল ৬ বছরের এক শিশু কন্যাকে (6 Years old MInor)। ঝাড়খণ্ডের পশ্চিম সিংহভূম জেলায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। ৬ বছরের শিশু কন্যাটা দুটো আম বেশি চেয়েছিল বলে তিনজনের ঝগড়া শুরু হয় বলে স্থানীয়রা জানান। বচসার পর রাগ থেকে ১২ বছর ও ৯ বছরের দুই বোন প্রতিবেশী ওই ৬ বছরের বাচ্চা মেয়েটিকে খুন করে ফেলে। খুনের পর বাচ্চাটির মৃতদেহকে লোপাট করার চেষ্টাও করে দুই বোন। আরও পড়ুন: দিল্লিতে উঠছে লকডাউন, ৫০% কর্মী নিয়ে খুলছে অফিস, চলবে মেট্রোও
ওই দুই নাবালিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ও ২০১ (খুনের প্রামণ লোপাটের চেষ্টা) ধারায় মামলায়ও করা হয়েছে। এই দুই নাবালিকাকে আবাসিক হোমে পাঠানো হয়েছে বলে জানান চক্রধরপুর পুলিশ স্টেশনের ইনচার্জ প্রবীণ কুমার।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে খবর, আমের গাছটা ৬ বছরের খুন হওয়া সেই শিশুটির পরিবারেরই। সেই আম পাড়ার জন্য প্রতিবেশী ওই দুই মেয়েকে ডেকে আনে। আর শেষে ওই কারণেই খুন হতে হল তাকে।