হরিয়ানার রোহতাকে গর্ত থেকে এক ১৯ বছরের তরুণীর দেহ উদ্ধারের পর উঠে এল চাঞ্চল্য়কর কথা। সূদুর দিল্লি থেকে গাড়ি করে এনে অন্তঃসত্ত্বা প্রেমিকাকে খুন করে ৪ ফুট গর্ত করে পুঁতে ফেলল প্রেমিক। গত মঙ্গলবার কারওয়াচৌথে উপবাস ভাঙানোর নাম করে তার ১৯ বছর বয়সী প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় দিল্লির ছেলে সঞ্জু। সে তার দুই বন্ধু পঙ্কজ ও ঋত্বিককে সঙ্গে নিয়ে যায়। এরপর গাড়ি ভাড়া করে তারা লঙ ড্রাইভে যায়। সেখানেই মেয়েটিকে খুন, তারপর তার দেহ গর্ত করে পুঁতে যে যার বাড়ি চলে যায়। পরিবারের অভিযোগ পেয়ে মেয়েটির খোঁজ চালানো পুলিশ অভিযুক্তদের ধরে জেরার পর সবটা সামনে আসে। মেয়েটির বাড়ি দিল্লিতে।
এদিকে, তার বোনের খোঁজ না মেলায় পুলিশের দ্বারস্থ হয় এক ব্যক্তি। ১৯ বছরের সেই মহিলার খোঁজে বিশেষ তদন্তকারী দল গড়ে পুলিশ। সিসি টিভি ফুটেজ দেখে পুলিশ অপরাধীদের শনাক্ত করে। এরপর পুলিশের জেরার মুখে ভেঙে পড়ে সঞ্জু ও পঙ্কজ তাদের কুকীর্তির কথা জানিয়ে দেয়। হরিয়ানায় রোহতাকের মাদিনার এক ফাঁকা জায়গায় ৪ ফুট গর্ত থেকে সেই তরুণীর দেহ উদ্ধার হয়।
প্রেমিকাকে খুন প্রেমিকের
The #DelhiPolice have arrested two men for allegedly killing a 19-year-old woman and burying her body in a pit in an abandoned area in #Haryana. The accused were identified as Sanju alias Saleem (victim's boyfriend), Pankaj and Ritik, police said.
The police received a complaint… pic.twitter.com/3KaTLc1bgi
— Hate Detector 🔍 (@HateDetectors) October 26, 2024
ছেলেটির সঙ্গে কয়েক মাস প্রেমের পর সেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর সেই মেয়েটি তার প্রেমিক সঞ্জুকে বিয়ে করতে বলে। বারবার সেই কথাই এড়িয়ে যাওয়ার পর সঞ্জু সেই তার অন্তস্বত্ত্বা প্রেমিকাকে খুন করার পরিকল্পনা করে। এরপরই বন্ধুদের সঙ্গে পরিকল্পনা করে করওয়াচৌথে মেয়েটিকে খুনের পরিকল্পনা করে সঞ্জু। তার বন্ধু পঙ্কজ ধরা পড়লেও ঋত্বিক এখনও পলাতক। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সময় সঞ্জু মেয়েটির সঙ্গে তার পরিচয় গোপন করেছিল বলে পরিবারের অভিযোগ।