প্রতীকী ছবি

নয়াদিল্লি: কিছুদিন ধরেই ভারতের (India) রাজধানী দিল্লি (Delhi) ও তার সংলগ্ন এলাকায় পথ কুকুরের (Stray Dog) আক্রমণে (Attack) প্রচুর মানুষের জখম হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এবার পথ কুকুরদের আক্রমণে দুটি পৃথক ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে প্রাণ হারাল দুই নাবালক (Minor Boy)। সম্পর্কে তারা দাদা ও ভাই হয় বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দিল্লির (Delhi) বসন্তকুঞ্জ (Vasant Kunj) এলাকায়।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ মার্চ দিল্লির বসন্তকুঞ্জ এলাকা থেকে সাত বছরের একটি নাবালক নিখোঁজ হয়ে গেছে বলে খবর পাওয়া যায়। পরে ওই নাবালকের মৃতদেহ উদ্ধার হতে দেখা যায় তার শরীরে পশুর কামড়ানোর (Animal bite) চিহ্ন রয়েছে।

সেই শোক কাটতে না কাটতেই রবিবার সকালে প্রাতঃকর্ম সারতে গিয়ে নিখোঁজ হয় ওই নাবালকের পাঁচ বছর বয়সী ভাই। কিছুক্ষণ পরে বাড়ির কিছুটা দূরে তাকে জখম ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে খুড়তুতো ভাই। সেইসময় ওই নাবালকের চারিদিকে বেশ কয়েকটি পথ কুকুর দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে ওই নাবালককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আরও পড়ুন: Mi-17 helicopter: যান্ত্রিক ত্রুটির জেরে রাজস্থানের গ্রামে জরুরি অবতরণ ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারের, দেখুন ভিডিয়ো