Representational Image (Photo Credit: X)

স্বাধীনতা দিবসের আগে একের পর এক দুর্ঘটনা ঘটছে দিল্লিতে (Delhi)। কালকাজি এলাকায় গাছ ভেঙে মৃত্যু হয় বাইক আরোহীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন বিকেলে বসন্ত বিহারে একটি দেওয়াল ভেঙে ঘটনা মর্মান্তিক দুর্ঘটনা। ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু ২ নাবালকের। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির বসন্ত বিহারের বসন্ত নগরের হনুমান মন্দিরের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল। ধ্বংসস্তুপে থেকে নাবালকদের উদ্ধার করে দিল্লি এইমসের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

বিকেলের দিকে ঘটে দুর্ঘটনা

পুলিশসূত্রে খবর, এদিন বিকেল ৪টে ৪৪ নাগাদ স্থানীয় থানায় দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একটানা ঝড়বৃষ্টির কারণেই দেওয়ালটি ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এদিন বিকেলে দুই শিশু পাঁচিল লাগোয়া সিঁড়িতে বসেছিল। সেই সময়ই ঘটে দুর্ঘটনা।

দিল্লিতে একের পর এক দেওয়াল ভাঙার ঘটনা

এদিনের ঘটনার কয়েকদিন আগেই দিল্লিতে জৈতপুরে দেওয়াল ভেঙে ৭ জনের মৃত্যু হয়েছিল। যার মধ্যে ২ জন মহিলা, ২ জন শিশু ছিলেন। আহত হয়েছিলেন ১ জন। এই ঘটনাতেই ঝড়বৃষ্টি কারণ ছিল। বর্ষাকালে রাজধানীতে একের পর এক দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্য সরকারকে।