রবিবার সকাল থেকে আচমকা মেঘভাঙা বৃষ্টি শুরু হয় উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে। যমুনোত্রী জাতীয় সড়কের কাছে হড়পা বানের জেরে ভেসে যায় নির্মীয়মাণ হোটেল। আর তাতেই ভেসে যান ৯ জন শ্রমিক। বেলা গড়াতে ২ জনের দেহ যমুনা নদীর তীরে উদ্ধার করে উদ্ধারকারী দল। তবে এখনও ৭ জনের দেহের কোনও খোঁজ পাওয়া যায়নি। যদিও উদ্ধার হওয়া মৃতদের নাম, পরিচয় এখনও কিছুই জানা যায়নি। এদিকে এখনও উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফের সদস্যরা।

হড়পা বানে ভেসে গিয়েছেন ৯ জন

জানা যাচ্ছে, উত্তরকাশীর বারকোট তেহসিল এলাকার সিলাই বান্দে শনিবার গভীর রাতে হড়পা বানের জেরে ভূমিধস হয়। যার ফলে দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার পর রবিবার মেঘভাঙা বৃষ্টি শুরু হয় উত্তরকাশীর বিভিন্ন এলাকায়। এদিকে ভূমিধস হওয়ার জেরে যমুনোত্রী ও উত্তরকাশী যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে আপাতত যান চলাচল বন্ধ। এদিকে রাস্তা বন্ধ হওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে হরিদ্বার, হৃষিকেশ, রুদ্রপ্রয়াগ সোনপ্রয়াগে আটকে রয়েছেন বহু পূণ্যার্থী।

বন্ধ চারধাম যাত্রা

আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘন্টায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বৃষ্টি ও ধসের সতর্কতা জারি করা হয়েছে। যার ফলে রবিবার থেকে সোমবার পর্যন্ত চারধাম যাত্রায় বন্ধ রেখেছে স্থানীয় প্রশাসন।