প্রতীকী ছবি (ফাইল ফটো)

সরকারি স্কুলের বাথরুম থেকে উদ্ধার যুবকের দেহ। গত সোমবার ঘটনাটি ঘটেছিল গুরগাঁওয়ের (Gurgaon) জাতৌলি গ্রামে। স্কুলের এক শিক্ষক প্রথমে দেহটি দেখতে পায়। তারপর সেই খবর দিয়েছিল থানায়। দেহ উদ্ধারের পর তদন্ত শুরু করে পুলিশ। আর তারপরই ঘটনার তদন্তে নেমে পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে দুই যুবককে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে ধৃতরা মৃত যুবকের বন্ধু। তবে কেন তাঁরা নিজের বন্ধুকে খুন করল, সেই কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত জারি রেখেছে পুলিশ।

ধৃতদের নাম পরিচয় জানা গিয়েছে

জানা যাচ্ছে, মৃত যুবকের নাম কর্ণ ওরফে টিন্ডা। বয়স ২০ বছর। অন্যদিকে, ধৃত যুবকদের নাম আকাশ ওরফে গুল্লু (২১) এবং শিব কুমার (২১)। তিনজনেরই জাতৌলি গ্রামের বাসিন্দা ছিল বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্তে নেমে দেহের পাশ থেকেই উদ্ধার হয় একটি কাঁচি এবং একটি পাথর। দুটিতেই রক্তের ছাপ ছিল। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, রবিবার রাতে তিনজনেই স্কুলের সামনে এসেছিল। সেখানেই তাঁদের মধ্যে কোনও বিষয় নিয়ে বচসা বাধে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। এমনকী তাঁরা একে পূর্ব পরিচিত ছিল কিনা, সেটাও জানা যায়নি।