নতুন দিল্লি, ১৪ অগাস্ট: সাময়িকভাবে সাসপেন্ড করার এক সপ্তাহ পর রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং কংগ্রেসের (Congress) অন্যান্য নেতাদের অ্যাকাউন্ট খুলে দিল টুইটার (Twitter)। কংগ্রেসের তরফে জানানো হয়েছে, রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টটি আনলক করা হয়েছে। এছাড়াও কংগ্রেসের অফিসিয়াল হ্যান্ডেলটিও খুলে দেওয়া হয়েছে।
পুরনো দিল্লিতে বছর নয়ের নাবালিকাকে 'ধর্ষণের' পর খুন করে তড়িঘড়ি দাহ করা হয়েছিল ওল্ড নাঙ্গাল রোডের শ্মশানে৷ এই ঘটনায় নির্যাতিতার বাড়িতে যান রাহুল। ঘটনার যথাযথ তদন্তের দাবি তোলেন। পরে নাবালিকার বাবা ও মায়ের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায়৷ এরপরই টুইটার রাহুল গান্ধীর অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করে দেয়। আরও পড়ুন: Congress Twitter Locked: রাহুলের পর কংগ্রেসের অফিশিয়াল হ্যান্ডল ও নেতাদের অ্যাকাউন্ট ব্লক করল টুইটার
কারণ হিসেবে তারা জানায়, নির্যাতিতার পরিবারের ছবি শেয়ার করে আইন লঙ্ঘন করেছেন কংগ্রেস নেতা৷ শুধু তাই নয়, জাতীয় কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল ব্লক করা হয়। এছাডা় কংগ্রেস নেতা অজয় মাকেন, রণদীপ সিং সুরজেওয়ালা, মণিকম ঠাকুর, সুস্মিতা দেব ও জিতেন্দ্র সিং আলওয়ারের অ্যাকাউন্টও ব্লক করে দেয় টুইটার৷
অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় গতকাল টুইটারের উদ্দেশে তোপ দাগেন রাহুল। প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, "দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে টুইটার। কংগ্রেসর হ্যান্ডেল বন্ধ করা দেশের গণতান্ত্রিক কাঠামোর উপর আক্রমণ।"