
বাড়িতে ঢুকে ট্রাক চালককে খুন করল দুষ্কৃতিরা। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে রাজধানী দিল্লিতে (Delhi)। প্রাথমিক সন্দেহে মৃতের ছেলে ও তাঁর বন্ধুদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। অন্যদিকে মৃতের স্ত্রীও গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি রয়েছেন হাসপাতালে। তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত হামলাকারীরা গ্রেফতার হননি। অন্যদিকে ঘটনার পর থমথমে এলাকা।
দুষ্কৃতি হামলায় মৃত্যু ট্রাক চালকের
জানা যাচ্ছে, এদিন পিসিআর ভ্যানে খবর আসে যে দিল্লির একটি জায়গায় গুলি চলেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশসূত্রে খবর মৃতের নাম অশোক, বয়স ৪২। তিনি এদিন বাড়িতেই ছিলেন। সন্ধের দিকে আচমকাই কয়েকজন তাঁর ছেলে সন্দীপকে খুঁজতে আসে। সেই সময়ই অশোককে গুলি করা হয়। তাঁকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন তাঁর স্ত্রী বছর ৪০-এর রচনা। তারপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
এরপর প্রতিবেশীরাই খবর দেয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দুজনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা অশোককে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, হামলাকারীদের মধ্যে দিনেশ চাঁদ ওরফে গোলু নামে এক যুবক ছিল। কয়েকমাস আগে বাবা-মায়ের সঙ্গে আর্থিক কারণে অশান্তি হওয়ায় বাড়ি ছেড়ে বেরিয়ে যায় সন্দীপ। তারপর থেকেই গোলুর সঙ্গে থাকা শুরু করে। দিনকয়েক আগে সন্দীপ গোলুর আস্তানা থেকে বেরিয়ে যেতেই খোঁজাখুঁজি শুরু হয়। এদিন সেই কারণেই সন্দীপের বাড়ি এসেছিল গোলু।