Representative Image (Photo Credit: File Photo)

আগরতলা, ৬ নভেম্বর: ত্রিপাুরায় ভয়াবহ ঘটনা। ত্রিপুরায় এবার ১৫ বছরের এক কিশোরের হাতে খুন হলেন মা, বোন-সহ আরও ২ জন। ত্রিপুরার ঢালাই জেলায় এমন একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, ডালাই জেলায় এক বছর ১৫-র কিশোর নিজে মা, বোনের সঙ্গে পরিবারের আরও ২ আত্মীয়কে হত্যা করে। কিশোরের হাতে পরিবারের ৪ জনের রহস্যজনক মৃত্যুর পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম সুপ্রিয় দেবনাথ।

পুলিশ সূত্রে খবর, ঢালাই জেলার স্থানীয় বাজারে হাঁস বিক্রি করতে গিয়েছিল সুপ্রিয় দেবনাথ নামে ওই বছর ১৫-র যুবক। সেখান থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারির পর পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে সুপ্রিয় স্বাীকার করে, সে তার দাদ ু, পিসি এবং মা, বোনকে খুন করেছে। বাদল দেবনাথ, সমিতা দেবনাথ, সুপর্ণা দেবনাথ এবং রেখা দেবকে কেন সুপ্রিয় হত্যা করল, সে বিষয়ে চলছে জিজ্ঞাসাবাদ।

যদিও সুপ্রিয় কেন এই ধরনের কাণ্ড ঘটাল, সে বিষয়ে এখনও মুখ খোলেনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।