আগরতলা, ২৬ জুন: ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসা নিশ্চিত করলেন মানিক সাহা। টাউন বরদলুই কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের তারকা প্রার্থী আশিস কুমার সাহাকে ৬ হাজার ১০৪ ভোটের ব্যবধানে জিতে সিংহাসনে থাকা নিশ্চিত করলেন মানিক। মানিক সাহা পেলেন ১৭,১৮১টি ভোট। সেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস সাহা পেলেন ১১ হাজার ৭৭টি ভোট। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কেন্দ্রে তৃণমূল চার নম্বরে থাকল । এখানে তৃণমূল প্রার্থী সংহিতা ভট্টাচার্য পেলেন মাত্র ৯৮৬টি ভোট, ফরওয়ার্ড ব্লক প্রার্থী রঘুনাথ সরকার শেষ করলেন তিন নম্বরে (৩৩৭৬টি ভোট।) পেল মাত্র ক মাস আগেই বিপ্লব দেবকে সরিয়ে মানিক সাহাকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসিয়েছিলেন জেপি নাড্ডা-অমিত শাহ-রা। সে সময় তিনি বিধায়ক ছিলেন না। তাই উপনির্বাচনে জিতে এবার মুখ্যমন্ত্রী পদে থাকা নিশ্চিত করলেন। এই প্রথম টাউন বরদলুই কেন্দ্রে পদ্ম ফুটল। এর আগে এখানে ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের প্রার্থীরাই জিততেন।
মানিক সাহার লড়াই কিন্তু মোটেও সহজ ছিল না। কারণ তাঁর বিরুদ্ধে প্রার্থী ছিলেন সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া আশিস সাহা। যে আশিসএখানকার দীর্ঘদিনের বিধায়ক। ২০০৯,২০১৩, ২০১৮ পরপর তিনটি বিধানসভা নির্বাচনে বরদলুই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে জিতেছিলে আশীষ। ২০১৮ বিধানসভায় আশিস জিতেছিলেন ১১ হাজার ভোটের ব্যবধানে। এরপর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি। তারপর তৃণমূল ছেড়ে তিনি বিজেপিতে যান। এরপর চলতি বছর ফেব্রুয়ারিতে আশিস ফের কংগ্রেসে ফেরেন।
দেখুন টুইট
🔴 #BypollResults | Tripura Chief Minister Manik Saha wins in Town Bordowali by 6,104 votes#ResultsWithNDTV
— NDTV (@ndtv) June 26, 2022
যুবরাজনগরে বিজেপি প্রার্থী মালিনা দেবনাথ বড় জয়ের দিকে এগিয়ে চলেছেন। ইতিমধ্যেই তিনি ১৫ হাজারের বেশি ভোটের লিড নিয়ে ফেলছেন। সুরমা আসনে বিজেপি-র স্বপ্না দাস (পাল) ২১০৮ ভোটের ব্যবধানে এগিয়ে। তবে ত্রিপুরায় উপনির্বাচনে সবচেয়ে আগ্রহের আগরতলা কেন্দ্রে এগিয়ে কংগ্রেসেক সুদীপ রায় বর্মন। এখনও পর্যন্ত ৪১২৬ ভোটে এগিয়ে রয়েছেন সুদীপ।