রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু ২ কিশোরীর। শুক্রবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দিল্লি্র নাঙ্গলোই স্টেশনের (Nangloi Railway Station) কাছে সুখি নাহার এলাকায়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে রেল লাইন অবরোধ করে। আর তার জেরে আপ ও ডাউন লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনাস্থলে পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই দুজনের দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই সঙ্গে গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে তদন্তকারীরা।
নাবালিকাদের আহত অবস্থায় উদ্ধার করা হয়
জানা যাচ্ছে, এদিন দুপুর ১টা নাগাদ সুখি নাহার এলাকায় স্কুল থেকে বাড়ি ফিরছিল দুই নাবালিকা। সেই সময় আপ লাইনের ১২৪৮৫ ট্রেন সজোরে এসে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে এসে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে। ১টা ৩৪ নাগাদ খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। দুই নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
নিরাপত্তার দাবিতে বিক্ষোভ
তারপর থেকেই মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দা রেল লাইন সংলগ্ন এলাকার নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রেল অবরোধের কারণে দীর্ঘক্ষণ চলাচল বন্ধ হয় লোকাল ও দুরপাল্লা ট্রেন। যার ফলে চরম ভোগান্তির শিকার হন রেলযাত্রীরা। তবে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।