মুম্বই, ২ অগাস্ট: জয়পুর-মুম্বইয়ের ট্রেনে গুলি আরপিএফ জওয়ানের গুলি চালানোর ঘটনায় প্রকাশ্যে এল আরও একটি তথ্য। রিপোর্টে প্রকাশ, ঘটনার দিন জয়পুর এক্সপ্রেসের বি টু-এর এক যাত্রীকে বন্দুক দেখিয়ে প্যান্ট্রিতে নিয়ে যায় আরপিএফ কনস্টেবল। বন্দুকের নল ঠেকিয়ে ওই যাত্রীকে প্যান্ট্রিতে নিয়ে যাওয়ার পর তাঁকে গুলি করে চেতন। প্রাথমিক তদন্তে এমনই তথ্য উঠে এসেছে বলে খবর জিআরপির তরফে।
সম্প্রতি বছর ৩৩-এর চেতন মুম্বই থেকে বেশ কিছুটা দূরে পালঘরের কাছে আরপিএফের এএসআই টিকা রাম-সহ তিন যাত্রীকে গুলি করে খুন করে। বি ওয়ান এবং বি টু কোচের মাঝে ওই তিন যাত্রীকে লক্ষ্য করে গুলি চালায় চেতন শর্মা। সেই সঙ্গে এএসআই টিকা রামকে লক্ষ্য করেও চালায় গুলি। ফলে পরপর ৩ জনের মৃত্যু হয়।
আরপিএফ কনস্টেবল চেতন শর্মাকে এরপর গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে উঠে আসে চেতন মানসিকভাবে স্থিতিশীল নয়। যদিও বিষয়টি নিয়ে জেরায় চেতন কোনও কথা জানিয়েছে কি না, সে বিষয়ে কিছু জানা যায়নি।