Maharashtra: আত্মহত্যা করতে ট্রেনের সামনে ঝাঁপ, সঠিক সময় ট্রেন থামিয়ে জীবন বাঁচালেন চালক
প্রতীকী ছবি।

থানে, ৭ জুন: মহারাষ্ট্রের (Maharashtra) থানের ট্রেন চালকের জন্য এড়ানো গেল এক আত্মহত্যা (suicide)। থানের ভিথালওয়াড়ি স্টেশনের সামনে আত্মহত্যা করতে যান জীবনের ওপর হতাশ ৭৯ বছরের এক বৃদ্ধ। ট্রেন আসতে দেখেই লাইনে ঝাঁপ দেন সেই বৃদ্ধ। ক্ষণিকের মধ্যেই ট্রেনের চালক বুঝে যান ব্যাপারটা। খুব দক্ষতার সঙ্গে ট্রেনের এমার্জেন্সি ব্রেকের ( ব্যবহার করে বৃদ্ধকে বাঁচান চালক।

ট্রেন আর একটু এগোলেই হয়তো ক্ষতবিক্ষত অবস্থায় মিলত সেই বৃদ্ধর দেহ। পুরো ঘটনাটি সংবাদমাধ্যমের কাছে জানান, কল্যাণ রেলওয়ে পুলিশ স্টেশনের কর্তা শার্দুল বাল্মিকী।

পুলিশ জানায়, কল্যাণের ৭৯ বছরের এক বৃদ্ধ থানের ভিথালওয়াড়ি স্টেশনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করতে গিয়েছিলেন। কিন্তু সেন্ট্রাল রেওয়ে মটোরম্যান একেবারে সঠিক সময়ে এমার্জেন্সি ব্রেকের ব্যবহার করে ট্রেনটিকে দাঁড় করানোয় বৃদ্ধ বেঁচে যান। তাঁকে তাঁর ছেলের সঙ্গে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।