দক্ষিণ পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনে আগামী সপ্তাহ থেকে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন বাতিল থাকবে বলে দক্ষিণ পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে। কারণ হিসাবে জানা গেছে ওই ডিভিশনের প্রচুর লাইনের মেরামতি কাজের পাশাপাশি চলবে সিগন্যালিং মেরামতের কাজও। এর মধ্যে পুরীগামী একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। শুধু দূরপাল্লা নয় পুরুলিয়া, আদ্রা, খড়্গপুর, টাটা গামী লোকাল ট্রেনও প্রচুর বাতিল থাকবে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও ঘুরিয়ে দেওয়া হবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে। পুজোর আগে এই ট্রেন বাতিলে চরম দুর্ভোগে পড়বেন নিত্যযাত্রীরা।
এক নজরে দেখে নেওয়া চক্রধরপুর ডিভিশনে যে ট্রেনগুলি বাতিল হয়েছে তার তালিকা। মোট ৬৬টি ট্রেন এই লাইনে বাতিল করা হয়েছে। উল্লেখযোগ্য যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলো হল ১৮৪৫২ পুরী-এইচটিই এক্সপ্রেস ও ১৮৪৫১ এইচটিই-পুরী এক্সপ্রেস যেগুলো ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে। এছাড়া ২৯ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ১২৮৭০ হাওড়া-সিএসএমটি বাতিল করা হয়েছে। ১৩৪২৬ এটি-মালদহ এক্সপ্রেস ২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে।২২৮৪৫ পুনে-এইচটিই এক্সপ্রেস ৮ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত বাতিল থাকবে
দেখে নেব গোটা তালিকা-
#ser #IndianRailways pic.twitter.com/swTOIZ7yZy
— South Eastern Railway (@serailwaykol) September 27, 2023
#ser #IndianRailways pic.twitter.com/bYSle0KiWQ
— South Eastern Railway (@serailwaykol) September 27, 2023