Paragliding (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ হিমাচল প্রদেশে (Himachal Pradesh) ভয়াবহ দুর্ঘটনা(Accident)। প্যারাগ্লাইডার ভেঙে মৃত্যু পর্যটকের। মৃতের নাম সতীশ রাজে। বয়স মাত্র ২৫। গুজরাটের আমদেবাদের বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত প্যারাগ্লাইডারের পাইলট সুরজ। রবিবার,আচমকাই ভেঙে পড়ে প্যারাগ্লাইডারটি। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় কাংড়ার পুলিশ। আহত দু'জনকে প্রথমে ধরমশালা জ়োনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের তান্ডা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সোমবার সতীশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আশঙ্কাজনক পব অবস্থা পাইলট সুরজে।

হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু আমেদাবাদের পর্যটকের

পুলিশ সূত্রে খবর,ধরমশালার ইন্দ্রু নাগ প্যারাগ্লাইডিং সাইট থেকে প্যারাগ্লাইডার পাইলটের সঙ্গে উড়েছিলেন সতীশ নামে ওই যুবক। কিছু দূর ওড়ার পরই মটিতে ভেঙে পড়ে প্যারাগ্লাইডারটি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার ভিডিয়ো। এই ঘটনার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হিমাচলের বেশ কিছু স্থানে প্যারাগ্লাইডিং সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে কাংড়ার অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) হিতেশ লক্ষ্মণপাল বলেন,"ইতিমধ্যেই নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।" সেই সঙ্গেই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে ওই একই জায়গায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু হয় এক পর্যটকের। তিনিও গুজরাটের বাসিন্দা ছিলেন। পরিসংখ্যান বলছে, গত ৩০ মাসে হিমাচল প্রদেশে প্যারাগ্লাইডিং করতে গিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

প্যারাগ্লাইডিং করতে গিয়ে বিপত্তি, মৃত্যু পর্যটকের