Accident Representative Photo

মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে বিপত্তি। পর্যটক সহ গাড়ি সজোরে ধাক্কা মারল একটি দোকানে। আহত কমপক্ষে ১২ জন। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুনের (Pune Road Accident) বিশ্রামবাগ থানা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে পুলিশ। ইতিমধ্যেই গাড়ির চালক, মালিক ও সহযাত্রীকে গ্রেফতার করে পুলিশ। আহতদের তড়িঘড়ি ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

চায়ের দোকানে ধাক্কা মারল চারচাকা

জানা যাচ্ছে, এদিন বিকেল ৫টা ৪৫ নাগাদ সদাশিব পথ এলাকার ভাবে স্কুলের সামনে নারায়ন সাই টি সপে একটি পর্যটকের ক্যাব নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে। গাড়িতে সেই সময় চালক ও এক যাত্রী ছিলেন। এলাকাবাসীরা জানান, ঘটনার সময় দুজনের নেশাগ্রস্থ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় পুলিশ। ঘটনার সময় ওই চায়ের দোকানে অসংখ্য মানুষের ভিড় ছিল এবং দোকানের সামনে বেশ কয়েকটি গাড়ি পার্ক ছিল। ফলে দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্থ হয় গাড়িগুলি।

দুর্ঘটনায় গ্রেফতার ৩

গাড়ির ধাক্কায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তাঁদের তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা ও পুলিশ যৌথ উদ্যোগে হাসপাতালে ভর্তি করেন। যদিও এই ঘটনায় মৃত্যুর কোনও খবর নেই। ইতিমধ্যেই গাড়ির চালক বছর ২৭-এর জয়রাম শিবাজি মূলে, সহযাত্রী রাহুল গোসাভিকে (২৭) নেশাগ্রস্থ অবস্থায় গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গাড়ির মালিক দিগাম্বর যাদব শিন্ডেকেও (২৭) গ্রেফতার করে পুলিশ।