TMC Leader Saket Gokhale (Photo Credit: Twitter)

দিল্লি, ২৩ ডিসেম্বর: হিংসা ছড়ানো হচ্ছে। এই অভিযোগে এবার 'ধর্ম সংসদ' নামে একটি অনুষ্ঠানের বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত গোখলে (Saket Gokhale)। উত্তরাখণ্ডে (Uttarakhand) অনুষ্ঠিত ধর্ম সংসদ নামে ওই অনুষ্ঠানে যে বক্তরা হাজির হন, নিজেদের বক্তব্যের মাধ্যমে তাঁরা মানুষের মনে হিংসা ছড়াচ্ছেন। এমনই অভিযোগে উত্তরাখণ্ডের ওই অনুষ্ঠান এবং তার বক্তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাকেত গোখলে। গত ১৭ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত উত্তরাখণ্ডে ওই অনুষ্ঠান চলে। আর সেখানেই ভারতকে হিন্দু রাষ্ট্র নিয়ে একাধিক বক্তব্য শোনা যায় সেখানে হাজির বক্তাদের মুখে। একাধিক বিজেপি নেতা, নেত্রীও ওই অনুষ্ঠানে হাজির হন বলে দাবি করেন সাকেত গোখলে। বক্তব্যের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগেই সাকেত গোখলে ওই অনুষ্ঠানের বিরুদ্ধে দায়ের করেন এফআইআর।

আরও পড়ুন: Priyanka Chopra: জোনাস পদবী কেন সরালেন, চমকে দিয়ে কী বললেন প্রিয়াঙ্কা চোপড়া

দেখুন সাকেত গোখলে কী অভিযোগ করেন...

 

দেখুন ওই অনুষ্ঠানের ভিডিয়ো...

 

চলতি বছর অগাস্ট মাসে তৃণমূল কংগ্রেসে যোগ দেন সাকেত গোখলে। মুম্বইয়ের (Mumbai) আরটিআই অ্যাক্টিভিস্ট সাকেত তৃণমূলে যোগ দেওয়ার পরপরই তাঁকে বড় পদ দেওয়া হয়। ভবিষ্যতে গোটা দেশে বিরোধী শিবিরের নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে এমন মন্তব্যও করতে শোনা যায় সাকতে গোখলেকে।