TikTok: ফিরছে টিকটক (TikTok)? ভারতে ফের জমিয়ে বসতে চলেছে চিনা অ্যাপ (Chinese App)? এমন খবর ছড়াতে শুরু করেছে। টানা ৫ বছর পর ফের চিনা অ্যাপ ভারতে ফিরছে বলে খবর মিলছে বিভিন্ন সূত্রে। তবে টিকটক ফেরার খবর মিললেও, অ্যাপের দেখা এখনও মেলেনি। ফলে টিকটক ঠিক কবে ফিরছে বা ভারতে এবার কোন ফর্মে ফিরবে, তা নিয়ে সুস্পষ্ট কোনও খবর মেলেনি।
গালওয়ান সংঘর্ষের পর ভারতে নিষিদ্ধ করা হয় টিকটক (TikTok India। ফলে চিনা অ্য়াপ বন্ধ হয়ে যায় ওই সময়। টিকটকের বিভিন্ন ক্ষেত্রে ওই সময় যাঁরা চাকরি করতেন, তাঁরা বেকার হয়ে যান। টিকটক ভারত থেকে পাততাড়ি গোটালে, বহু মানুষের চাকরি যায়। ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের সেই রেশ কাটিয়ে এবার ফের টিকটক কবে ভারতে হাজির হয়, তা নিয়ে প্রশ্ন জাগছে মানুষের মনে।
যদিও গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে টিকটক খুঁজলে, এখনও চিনা অ্যাপের কোনও খোঁজ মিলছে না।
যদিও কিছু কিছু মানুষ এক্স হ্যান্ডেলে জানাতে শুরু করেছেন, তাঁরা টিকটকের ওয়েবসাইটের খোঁজ পেয়েছেন। মোবাইল এবং ল্যাপটপ, দুই জায়গাতেই টিকটক ওয়েসাইটের খোঁজ মিলেছে বলে দাবি করছেন তাঁরা।
যদিও অনেকের পালটা দাবি, তাঁরা টিকটক ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না। ফলে ভারতে কবে থেকে সরাসরি টিকটকের অ্যাকসেস মিলবে, সে বিষয়ে প্রশ্নের বন্যা বইতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
ডোনাল্ড ট্রাম্পের শুল্কের খোঁচায় যখন ভারত, চিন ফের কাছাকাছি আসতে শুরু করেছে, সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেজিং সফরের কথাও প্রকাশ্যে এসেছে। ফলে ভারতের সঙ্গে চিনের সম্পর্ক যখন শুধরোতে শুরু করেচে, সেই সময় টিকটকের ভারতে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে।