চলতি বছরেই বিহারে (Bihar) বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে উঠেছে দুষ্কৃতিরা। পাটনা থেকে ভাগলপুর, বক্সার, সিওয়ান সহ একাধিক জেলায় দুষ্কৃতিদের দৌরাত্ম্য বেড়েছে। শুক্রবার সকালে সিওয়ানের বাস্তপুর থানা এলাকার মলমলিয়াতে কৌদিয়া ব্রিজের কাছে একদল বাইক বাহিনী হামলা চালাল স্থানীয় বাসিন্দাদের ওপর। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌছায় পুলিশ। আহতদের তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। যেখানে ৩ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত আরও ৪ জন ভর্তি সিওয়ান সদর হাসপাতালে।

বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা

পুলিশসূত্রে খবর, হামলাকারীরা বন্দুক দিয়ে ওই ব্যক্তিদের ওপর হামলা চালায়। ইতিমধ্যেই দেহগুলি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে গোটা ঘটনা নিয়ে এলাকা এখনও থমথমে।

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই মৃতদের নাম পরিচয় জানা গিয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে মৃতরা হলেন মুন্না সিং, কানহাইয়া কুমার এবং রোহিত কুমার। হতাহতদের সঙ্গে হামলাকারীদের পুরোনো শত্রুতা ছিল কিনা বা এই ঘটনাটি পূর্বপরকল্পিত কিনা তা এখনও স্পষ্ট নয়। যদিও প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, হতাহতরা সকলেই একটি চিমনি সংস্থার কর্মী হিসেবে কাজ করতেন। ফলে হামলাকারীদের সঙ্গে তাঁদের কোনও যোগাযোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশ।