বুধবার দুপুরে দিল্লির (Delhi) দরিয়াগঞ্জে ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ। ধ্বংসস্তুপে চাপা পড়ে মৃত্যু হয় তিন ব্যক্তি। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে মৃত ৩ জনই বিহারের বাসিন্দা। তাঁদের সঙ্গে আরও ১৫ জন বিহার থেকে এসেছিল। তবে তাঁরা অক্ষত রয়েছেন বলেই খবর। এদের সকলকেই বাড়ি ভাঙার জন্যই আনা হয়েছিল। তবে এদিন কাজ করতে গিয়ে ছাদ ভেঙে মৃত্যু হয় তিন শ্রমিকের। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে বাড়ির মালিকের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
মৃত ৩ জনই বিহারের বাসিন্দা
পুলিশসূত্রে খবর, মহম্মদ জুবের আলম (২৪), মহম্মদ তাফের (২২), গুল সাগর (৩০) এরা তিনজনই বিহারের বাসিন্দা। সম্প্রতি দিল্লিতে এই বাড়ি ভাঙার কাজে এসেছিল। কিন্তু এদিন ধ্বংস্তুপে চাপা পড়ে গুরুতর আহত হন তাঁরা। ঘটনাস্থলে দিল্লি পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলার কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ধ্বংসস্তুপের তলায় আর কেউ আটকে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
দরিয়াগঞ্জে ভেঙে পড়ল বাড়ি
বুধবার দুপুর ১২টা নাগাদ দিল্লির দরিয়াগঞ্জ থানা এলাকার সদ্ভাবনা পার্কের কাছে ভেঙে পড়ে তিনতলা বাড়িটি। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় ৩ জনের। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, স্থানীয় প্রশাসনের আাগাম অনুমতি না নিয়ে ভাঙা হচ্ছিল বাড়িটি। সঠিক নিয়ম মেনে বাড়ি ভাঙার কাজ চলছিল বলেই ঘটে বিপত্তি। সেই কারণে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।