ভরদুপুরে পুকুরে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল তিন শিশুর। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের ধোলপুরে (Dholpur)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ডুবুরি নামিয়ে কিশোরদের উদ্ধার করা হয়। নাবালকদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। ইতিমধ্যেই দেহগুলি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। তারপরেই দেহগুলি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। আকষ্মিক এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ তিন শিশুর পরিবার।
পুকুরের জলে ডুবে মৃত্যু তিন নাবালকের
জানা যাচ্ছে, এদিন সরমাথুরা থানা এলাকায় একটি হাইওয়ের কাছে পুকুরে পাঁচজন নাবালক স্নান করতে নামে। সেই সময়ই আচমকা একজন বেসামাল হয়ে ডুবতে থাকে। তাঁকে বাঁচাতে এগিয়ে যায় আরও দুজন। তারপর তাঁরাও জলের তলায় তলিয়ে যায়। ঘটনাটি দেখে বাকি দুই কিশোর গ্রামবাসীদের ডাকতে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশও।
দেখুন ভিডিয়ো
Dholpur, Rajasthan: Three children, aged 8 to 12, drowned in a pond while bathing near the highway. The children were rushed to the CHC, where they were declared dead pic.twitter.com/1YJoleK285
— IANS (@ians_india) April 25, 2025
মৃত তিন নাবালক
এরপর ডুবুরি নামিয়ে তিনজনকে উদ্ধার করে তড়িঘড়ি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়।