জম্মু: সম্প্রতি জম্মুতে (Jammu) হওয়া জোড়া বিস্ফোরণ (Twin Blast)-সহ একাধিক বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে জম্মুর রাইসি (Reasi) জেলা থেকে সরকারি স্কুল শিক্ষক (Government School teacher) আরিফকে (Arif) গ্রেফতার করল পুলিশ। ধৃত আরিফ জঙ্গি সংগঠন লস্কর-ই তইবার (LeT) সদস্য বলে জানা গেছে। ধৃতের কাছ থেকে একটি পারফিউম আইইডি (Perfume IED) উদ্ধার হয়েছে। যে ধরনের বিস্ফোরক এর আগে কোনওদিন জম্মু ও কাশ্মীরে দেখা যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Visuals of perfume IED which was recovered from the terrorist, Arif.
This is the first time any perfume IED has been recovered by Jammu Police. pic.twitter.com/COynZ9mMsD
— ANI (@ANI) February 2, 2023
এপ্রসঙ্গে জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেন, "ধৃত আরিফের কাছে ডিসেম্বরের শেষ দিকে তিনটি আইইডি আসে। এর মধ্যে দুটি গত ২০ জানুয়ারি আরিফ মারওয়াল এলাকায় পুঁতে রেখেছিল। ২১ তারিখ ২০ মিনিটের ব্যবধানে ওই দুটি আইইডি বিস্ফোরণ হয়। প্রথমটির বিস্ফোরণের ফলে ৯ জন জখম হয়েছিলেন। তদন্তে নেমে আরিফকে গ্রেফতার করা হয়। ধৃত আরিফ কাসিম নামে পাকিস্তানের এক লস্কর-ই-তইবা জঙ্গির সঙ্গে গত তিনবছর ধরে যোগাযোগ রেখে চলছিল। জেরায় নিজের কাছে থাকা পারফিউম আইইডি-র কথা জানায় আরিফ।"
Pakistan is infamous for propagating terrorism from its land and for killing hundreds of innocent people across the world. Jammu and Kashmir is on target for some time. They (Pakistan) want to create a communal divide among the people in J&K: Jammu and Kashmir DGP Dilbag Singh pic.twitter.com/VOf9nLY5j2
— ANI (@ANI) February 2, 2023