(Photo Credits: Wikimedia Commons)

ক্রিকেট বিশ্বে ভারতের দাপট গত কয়েক বছর ধরেই রয়েছে। তবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বাইশ গজে ভারতের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা পেয়েছে। টিম ইন্ডিয়া এখন টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে বিশ্বকাপের ফাইনালিস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ধরনের ফর্ম্যাটেই ভারত এখন আইসিসি ব়্যাঙ্কিংয়ে এক নম্বর দেশ।

আসুন এই সময় দেখে নেওয়া যাক আরও বেশ কয়েকটি জায়গায় যেখানে ভারত বিশ্বসেরা--

১) গণতন্ত্র: বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ হল ভারত। গত মাসে ভারতে শেষ হয় লোকসভা নির্বাচন। তাতে দেশের ৬৫ কোটিরও বেশী মানুষ ভোটাধিকার প্রয়োগ। ভারতে ৯৭ কোটিরও বেশী মানুষ ভোট দিতে পারে। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র থাকে পোলিং বুথ। এত বড় গণতান্ত্রিক যজ্ঞ বিশ্বের আর কোথাও নেই। গণতন্ত্রের গর্ব ভারত, ভারতের গর্ব গণতন্ত্র।

২) জনসংখ্যা, জনসম্পদ: ১৫০ কোটির কাছাকাছি জনসংখ্যা ভারত। চিনকে ছাপিয়ে ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। কথাটা শুনে গৌরবের কী আছে বলার আগে ভেবে দেখুন ভারতীয় প্রশাসনিক পরিকাঠামো কী দক্ষতার সঙ্গে এত মানুষকে সামলায়। তাতে কোথাও বা হয়তো বেশ কিছু জায়গায় হয়তো ত্রুটি থাকে। কিন্তু সেগুলির বেশীরভাগই প্রশাসক, বা প্রশাসনিক কর্মীর ত্রুটি। ভারতের প্রশাসনিক পরিকাঠামো দুনিয়ার সেরাদের অন্যতম। আর ভারতের জনসম্পদ গোটা দুনিয়ার নজর কাড়ে।

৩) ডাক যোগাযোগ, রেল সংযোগ: ভারতের ডাক যোগাযোগ দুনিয়ার অন্যতম সেরা। দুনিয়ার সবচেয়ে বড় রেল প্ল্যাটফর্মও ভারতে। সবচেয়ে বেশী জায়গা জুড়ে রেললাইনের বিষয়ে ভারত বিশ্বের প্রথম সারির দেশ। ভারতে যত লোক রোজ রেল সফর করে তা যে কোনও ইউরোপের দেশের জনসংখ্যার চেয়ে বেশী।

৪) দুধ উতপাদন: দুনিয়ার যত দুধের তার প্রায় ২৫ শতাংশই উতপাদন হয় ভারতে। গত বছর ভারতে ২৩০.৫৮ মিলি-নিউটন দুধ উতপাদন হয়।

৫) মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী: ভারতে এখন মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৬৬ কোটি। দুনিয়ার মধ্যে দ্বিতীয় সর্বাধিক, চিনের

ঠিক পরেই। তবে মোবাইল ইন্টারনেট ব্যবহারের বিষয়ে ভারত এক নম্বরে।

৬) চলচ্চিত্র: দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশী সিনেমা তৈরি হয় ভারতে। ভারতের সিনেমা মানেই বলিউড নয়, দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষা, বাংলা, মারাঠি, ওডিয়া সহ বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের সিনেমা রিলিজ করে। বিশ্বের অনেক চলচ্চিত্রকারই তাদের সিনেমা আমেরিকায় তৈরি ও রিলিজ করে। কিন্তু ভারতের সিনেমা ভারতীয়দের হাতেই তৈরি হয়।

৭) পর্যটন স্থান: ভারতের মত বৈচিত্রপূর্ণ পর্যটনস্থান দুনিয়ার খুব কম দেশে আছে। ভারতে মোট ৪০টি হেরিটেজ সাইট আছে। সঙ্গে দক্ষিণে কেরলের মত ভগবানের আপন দেশের সৌন্দর্য থেকে উত্তরে ভূ স্বর্গ-কাশ্মীর।

৮) কলা, পাট, আম, তুলা উৎপাদন: এই বিষয়গুলিতে ভারত দুনিয়া সেরা।

৯) আদা, জোয়ার, বাজরা উৎপাদন: এই বিষয়গুলিতে ভারত দুনিয়া সেরা।

১০) গম, মসুর ডাল, সিল্ক, আখ উৎপাদন: এই বিষয়গুলিতে ভারত দুনিয়া সেরা।

১১) কবাডি, জ্যাভলিন থ্রো: কবাডি বিশ্বে ভারত শ্রেষ্ঠ। নীরজ চোপড়ার সৌজন্য জ্যাভলিন বিশ্ব ভারত সবার সেরা। হকি থেকে ব্যাডমিন্টন, বক্সিং থেকে কুস্তি, শ্যুটিং থেকে তিরন্দাজিতেও ভারত বিশ্বের সেরা দেশগুলির আসনেই রয়েছে।

১২) বৈচিত্র্য: ভাষা থেকে ধর্ম, সংস্কৃতি, মত। বৈচিত্র্যের বিষয়ে ভারত দুনিয়ার মধ্যে সেরা।