নিজ্জর হত্যাকাণ্ড নিয়ে এমনিতেই নয়াদিল্লিকে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি কানাডা। সেই কারণে গত বুধবার রাতেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে (Justine Trudeau) নিয়ে কড়া সমালোচনা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এরপর অবশ্য দুই দেশের সম্পর্ক নিয়ে ফের মন্তব্য করেছিল কানাডা। এক ভারতে বিশ্বাস রয়েছে ট্রুডোর, এমনটা দাবিও করা হয়। কিন্তু এই বার্তার পরিপ্রেক্ষিতে চাচাছোলা জবাব দেয় ভারতও। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়ালের মতে, যদি ভারত নিয়ে কানাডা সত্যিই এই ধরনের ভাবনা চিন্তা করে, তাহলে এতদিনে ভারত বিরোধী কার্যকলাপে তাঁদের সরকার কোনও না কোনও পদক্ষেপ নিত। কিন্তু তাঁরা কারোর বিরুদ্ধেই কোনও পদক্ষেপ নেননি। ফলে ট্রুডোর কথা ও কাজে কোনও মিল পাওয়া যাচ্ছে না।

প্রসঙ্গত, নিজ্জর হত্যা ঘটনা নিয়ে কানাডা প্রথম থেকেই ভারতকে কাঠগড়ায় তুলছিল। জাস্টিন ট্রুডো বিচ্ছিন্নতাবাদী খালিস্তানি নেতাকে খুন করা হয়েছে বলে ভারতকে সরাসরি আক্রমণও করে। তবে এই ঘটনা যে ভারত ঘটিয়েছে তার কোনও প্রমাণ এতদিনের মধ্যে দিতে পারেনি ট্রুডো প্রশাসন। যে কারণে বুধবার কানাডার বিদেশ দফতরের বিদেশি হস্তক্ষেপের অভিযোগ সংক্রান্ত কমিটিতে নিজের বয়ান নথিভুক্ত করেন ট্রুডো।