নতুন দিল্লি, ১০ নভেম্বর: খুন থেকে প্রকাশ্যে রাস্তায় ছিনতাই। গত কয়েক মাসে দিল্লিতে বারবার ঘটছে এমন ঘটনা। এই নিয়ে দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক-কে তোপ দাগলেন রাজ্যের শাসক দলের শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া (Manish Sisodia)। রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর দিল্লির বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে মুম্বইয়ের নব্বইয়ের দশকের তুলনা টানলেন।
নব্বইয়ের দশকে মুম্বইয়ে বিস্ফোরণ থেকে ডনেদের দাপট, চুরি, ছিনতাই একেবারে নিত্যঘটনা হয়ে দাঁড়িয়েছিল। অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ মণীশ সিসোদিয়া বললেন, "এখন আমাদের এখানের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন ভয়বাহ জায়গায় গিয়েছে যে দিল্লি দেশের রাজধানী শহর, নাকি অপরাধের শহর তা এখন বলা কঠিন হয়ে যাচ্ছে। দিল্লির প্রতিটি মানুষ এখন আতঙ্কে আছে। আজই সকালে টিভিতে দেখলাম আরও একজন ব্যবসায়ীকে হুমকি দেওয়া হয়েছে। আমার শুধু একটাই প্রশ্ন এসব কী চলছে দেশের রাজধানী শহরে? বিজেপি যদি আইনশৃঙ্খলা সামলাতে না পারে তাহলে আমাদের জানাক। কেজরিওয়াল দিল্লির আইনশৃঙ্খলা পরিস্থিতি দশ দিনের মধ্যে ঠিক করতে দেবে।"
দিল্লির আইনশৃঙ্খলা সামলাতে পারছে না শাহর মন্ত্রক, দাবি মণীশ সিসোদিয়ার
VIDEO | "The way crime incidents are rising in Delhi, every person is scared. This morning, I saw on TV that another businessman got a threat. What is happening in Delhi? The situation here is now worse than Mumbai in the 1990s. Is this the capital city or a crime city? If BJP… pic.twitter.com/ak3XeneNbp
— Press Trust of India (@PTI_News) November 10, 2024
প্রসঙ্গত, কেন্দ্রশাসিত রাজ্য ও দেশের রাজধানী হওয়ায় দিল্লি সরকারের হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব থাকে না। দিল্লির পুলিশের নিয়ন্ত্রণ সরাসরি থাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের হাতে। কেজরিওয়াল দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব নিতে চেয়ে আন্দোলন করছেন।