Sharad Pawar: কংগ্রেসকে ছাড়া তৃতীয় ফ্রন্টের সম্ভাবনার কথা উড়িয়ে দিলেন শরদ পাওয়ার
Sharad Pawar, Sonia Gandhi (PTI)

মুম্বই, ১৩ এপ্রিল: কংগ্রেসের অবস্থা একেবারে খারাপ। কমতে কমতে দেশের মাত্র দুটি রাজ্যে একার ক্ষমতায় সরকারে আছে কংগ্রেস। বেশ কয়েকটি রাজ্যে বিরোধী দলের ক্ষমতাও হারিয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যের বিধানসভায় একবারে শূন্য হয়ে গিয়েছে হাত শিবির। বিজেপি বিরোধী কিছু দল তাই কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার চেষ্টায়। কিন্তু এনসিপি প্রধান শরদ পওয়ার সাফ জানিয়ে দিলেন, কংগ্রেস ছাড়া কোনও বিরোধী ফ্রন্ট গড়া সম্ভব নয়।

কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট করে সরকার চালাচ্ছে মহারাষ্ট্রে। একটা সময় কংগ্রেস যখন দেশজুড়ে শক্তিশালী ছিল তখনও কংগ্রেস-বিজেপির সঙ্গে সমদূরত্ব রেখে তৈরি হয়েছিল তৃতীয় ফ্রন্ট। অবশ্য এখন দেশের ১৬টি রাজ্যে এনডিএ-র দখলে থাকা বিজেপি এতই শক্তিশালী যে অঙ্কের বিচারে কংগ্রেসকে বাদ দিয়ে তৃতীয় ফ্রন্ট সম্ভব নয়, বলে বিশেষজ্ঞদের মত। আরও পড়ুন: বড় তাপপ্রবাহ শেষ, দিল্লি, রাজস্থান সহ বিভিন্ন রাজ্যে কমছে তাপমাত্রা

দেখুন টুইটার

এদিকে, রাজ ঠাকরের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আগামী ৩ মে পর্যন্ত মহারাষ্ট্র সরকারকে মসজিদে মাইক বাজানো বন্ধ রাখতে হুঁশিয়ারি দিয়েছে।রাজ্যসরকার বিষয়টি নিয়ে এবার চিন্তাভাবনা করুক। যখন মুদ্রাস্ফীতি, বেকার সমস্যা নিয়ে আলোচনা হওয়ার কথা, প্রশ্ন তোলার কথা, তখন কেউ এসব নিয়ে উচ্চবাচ্চ করছে না। রাজ ঠাকরের হুঁশিয়ারি নিয়ে রাজ্যসরকারকে পরোক্ষভাবে সচেতন করলেন জাতীয়তাবাদি কংগ্রেস পার্টির প্রধান শরদ পওয়ার