দিল্লি, ২৫ মার্চ: 'দ্য কাশ্মীর ফাইলসের' পরিচালকের বিরুদ্ধে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, তিনি ভোপালের বাসিন্দা। ৭৭ সাল থেকে ভোপালের সঙ্গে তিনি আষ্টেপৃষ্ঠে জড়িয়ে। তিনি নিজেকে ভোপালী বলে সব সময় দাবি করেন সমাজের সামনে। ভোপালী হওয়া সত্ত্বেও তাঁর নিজেকে কখনও সমপ্রেমী বলে মনে হয়নি বলে দ্য কাশ্মীর ফাইলসের পরিচালককে কটাক্ষ করেন কংগ্রেস নেতা।
বিষয়টি খোলসা করেই বলা যাক তাহলে। সম্প্রতি দ্য কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেন, তিনি ভোপালের বাসিন্দা। কিন্তু নিজেকে কখনও ভোপালী বলে দাবি করেন না। ভোপালী মানেই সমপ্রেমী। এমন মনে করা হয়। তাই তিনি ভোপালের বাসিন্দা হলেও, নিজেকে কখনও ভোপালী বলে দাবি করেন না বলে মন্তব্য করেন বিবেক অগ্নিহোত্রী।
विवेक अग्निहोत्री जी यह आपका अपना निजी अनुभव हो सकता है।
यह आम भोपाल निवासी का नहीं है।
मैं भी भोपाल और भोपालियों के संपर्क में 77 से हूँ लेकिन मेरा तो यह अनुभव कभी नहीं रहा।
आप कहीं भी रहें “संगत का असर तो होता ही है”।#KashmirFiles@vivekagnihotri https://t.co/L98WIQvgd2
— digvijaya singh (@digvijaya_28) March 25, 2022
ভোপাল নিয়ে কাশ্মীর ফাইলসের পরিচালকের ওই মন্তব্য প্রকাশ্যে আসতেই তাঁকে পালটা কটাক্ষ করেন দিগ্বিজয় সিং। তিনি বলেন, দিগ্বিজয় যাঁদের সঙ্গে ওঠাবসা করেন, তাঁদের প্রভাব তো পরিচালকের উপর পড়বেই। অর্থাৎ বিবেক অগ্নিহোত্রীর গেরুয়া ঘনিষ্ঠতা নিয়ে কার্যত কটাক্ষ করেন কংগ্রেস নেতা।