তেলাঙ্গনা বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Elections 2023) প্রচারে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ (Amit Shah)-র। দক্ষিণের এই রাজ্যে সরকার গড়ার মত জায়গায় নেই বিজেপি। তবু অবিশ্বাস্যভাবে তেলাঙ্গানায় জিতে গেলে বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে ঘোষণা করলেন শাহ। অমিত শাহ জানালেন, তেলাঙ্গানায় ক্ষমতায় এলে পিছিয়ে থাকা শ্রেণীর মানুষ বা ওবিসি-দের মধ্যে থেকেই কাউকে মুখ্যমন্ত্রী করা হবে। জোর জল্পনা ছিল, তেলাঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী হতে পারেন দলের নয়া রাজ্য সভাপতি জে.কিষাণ রেড্ডি।
বান্দি সঞ্জয় কুমার বিজেপিকে তেলাঙ্গানায় বিজেপিকে ভাল জায়গায় নিয়ে গেলেও তাঁকে কয়েক মাস আগে রাজ্য সভাপতির পদ থেকে সরিয়ে কিষাণ রেড্ডিকে সেই দায়িত্ব দেওয়া হয়। দক্ষিণের এই রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি তিনজন সাংসদকে প্রার্থী করেছে।
দেখুন এক্স
The #BJP has decided to have a person from the backward classes as the Chief Minister if it is elected to power in #Telangana in the current Assembly elections, declared Union Home Minister #AmitShah.https://t.co/1mpm1QoLsv
— The Hindu (@the_hindu) October 27, 2023
জনমত সমীক্ষায় প্রকাশ তেলঙ্গানায় বিজেপি বড়জোড় ১২টি আসন জিততে পারে। যেখানে কংগ্রেস ৪৮-৬০টি ও রাজ্যের ক্ষমতাসীন দল কেসিআর-এর বিআরএস ৪৩-৫৫টি আসন পেতে পারে। আগামী ৩০ নভেম্বর এক দফায় ১১৯টি আসনে নির্বাচন হবে। ফলপ্রকাশ ৩ ডিসেম্বর।