ভারতীয় ইতিহাসে উল্লেখিত একাধিক সভ্যতার কথা প্রত্নতত্ববিদদের খননকার্যের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এরমধ্যে অনেককিছুরই বর্ণনা পুরান, বেদেও উল্লেখিত ছিল। এখনও ভারতের বেশকিছু জায়গায় চলছে খননকাজ। চলতি বছরের শুরু দিকে রাজস্থানের (Rajasthan) দীগ জেলার বাহাজ গ্রামে কিছু প্রত্নতাত্বিক জিনিসপত্র উদ্ধার হয়। তারপর থেকেই আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সদস্যরা খননকাজ শুরু করে। আর তারপরেই উদ্ধার হল ২০০০-২৫০০ হাজার বছর পুরোনো প্রত্নতাত্বিক জিনিসপত্র।

উদ্ধার হয়েছে একাধিক জিনিসপত্র

জানা যাচ্ছে, বাহাজ গ্রামের ওই জায়গায় ২৩ মিটার গভীরে খননকার্য চলেছে। সেখান থেকে উদ্ধার হয়েছে সরস্বতী নদীর বিলুপ্ত ধ্বংসাবশেষ। বলে রাখা ভালো, এই নদীর কথা উল্লেখিত রয়েছে ঋক বেদে। এছাড়া ওচার রঙিন মৃৎশিল্প সংস্কৃতির নিদর্শন, মাটি ও ইটের ঘর, অলঙ্কার, প্রাচীন হাতিয়ার এবং প্রাথমিক নগর প্রণালীর জিনিসপত্র।

কালিবঙ্গনের পর আরও এক প্রত্নতাত্বিক খননকার্য

এক প্রত্নতাত্বিক জানিয়েছেন, “আমরা চলতি বছরেই এর প্রমাণ পেয়েছি। তারপর থেকেই খননকার্য চলছে। এই নগর কালিবঙ্গনের পর এটি রাজ্যের বৃহত্তম খনন। ফলে বিগত কয়েকবছরে এতবড় খননকার্য হয়নি। আমাদের এই কাজ এখনও জারি থাকবে”।