নতুন দিল্লি, ১৭ জানুয়ারি: লোকসভা ভোটের আগে আর কোনও ঝুঁকি নয়। প্রত্যাশামতই ২০২৪ সাল পর্যন্ত মেয়াদ বাড়িয়ে জেপি নাড্ডাকেই বিজেপি সভাপতি রাখা হচ্ছে। বিজেপি-র জাতীয় কর্মসমিতির বৈঠকে সর্বসম্মতিক্রমে সম্মতির পর সিলমোহর পড়ে গেল, নাড্ডাই দলের সর্বভারতীয় সভাপতি থাকছেন। নরেন্দ্র মোদী, অমিত শাহ-র ইচ্ছাতে আরও দু বছর পদ্ম মসনদে থাকছেন ৬২ বছরের হিমাচলী নেতা। খাতায় কলমে ২০২৪ লোকসভা ভোটে নাড্ডার নেতৃত্বেই নরেন্দ্র মোদীর সরকারকে দেশের ক্ষমতায় ফেরাতে লড়বে বিজেপি। ২০১৪ ও ২০১৯ লোকসভায় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ-র নেতৃত্বে লড়ে ঐতিহাসিক সাফল্য পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশের সরকার গড়েছিল বিজেপি। সেই সাফল্য নাড্ডা ২০২৪ লোকসভায় এনে দিতে পারবেন কি?
২০১৯ লোকসভা ভোটে দুরন্ত জয়ের পর অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় নাড্ডাকে বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আনা হয়েছিল। তাঁর মেয়াদ ক দিনের মধ্যেই শেষ হচ্ছে। এর মধ্য়ে খাতায় কলমে নাড্ডার নেতৃত্বে লড়ে উত্তরপ্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ড, অসম, মণীপুর, গোয়া সহ বেশ কয়েকটি রাজ্যে ক্ষমতায় ফিরেছে বিজেপি। তবে নাড্ডার নিজের রাজ্য হিমাচলপ্রদেশ বাজেভাবে হেরে হাতছাড়া হয়েছে পদ্ম শিবিরের। দিল্লি, বাংলাতে অনেক চেষ্টা করেও ক্ষমতা দখল করা যায়নি। বিহারে জোট শরিককে হারিয়ে ক্ষমতা হাতছাড়া হয়। আরও পড়ুন-রাহুলকে জড়িয়ে ধরলেন ব্যক্তি, নিরাপত্তার ঘাটতি কোথায়? প্রশ্ন কংগ্রেস সাংসদের
দেখুন টুইট
Just in: JP Nadda to remain BJP President till June 2024.
BJP National Executive unanimously decides to extend Nadda's tenure.#JPNadda
— Democracy Times Network (@TimesDemocracy) January 17, 2023
চলতি বছর কর্ণাটক, তেলঙ্গনা,রাজস্থান, মধ্যপ্রদেশ, ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন। এবং ২০২৪-এ অগ্নিপরীক্ষার লোকসভা ভোট। তার আগে আর নতুন কাউকে এনে ঝুঁকি না এনে মোদী-শাহ-র অত্যন্ত বিশ্বাসভজন নাড্ডাকেই বিজেপির সর্বোচ্চ পদে রেখে দেওয়া হচ্ছে।