Representational Image (Photo Credit: X)

রাজস্থানে (Rajasthan) এক যুবককে পিটিয়ে খুন করল বাজারের দোকানদারেরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে ভিলওয়ারা জেলার জাহাজপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। অভিযোগ, যুবকটি তাঁর বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। জাহাজপুর বাজার পেরোনোর সময় একটি ফলবিক্রেতার ঠেলাগাড়িতে ধাক্কা মারে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও ঘটনাই ঘটেনি। তারপরেও সীতারাম খের (২৫) নামে যুবকটি ক্ষমা চেয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে চায়। কিন্তু দোকানদারেরা তাঁর পথ আটকায়। এবং ঝামেলা করতে শুরু করে।

গাড়ি থেকে নামিয়ে মারধর

এরপর জনা ২০ লোক গাড়ি চালক ওই সীতারামকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা শুরু করে। সেই সঙ্গে তাঁর গাড়িতেও ভাঙচুর চালানো হয়। এদিকে যুবকের বন্ধুরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যুবকের পরিবারকে সবটা জানায়। তাঁরা ঘটনাস্থলে এসে যুবককে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়। এরপর ওই হাসপাতালের সামনে দেহ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

গ্রেফতার ১

ঘটনার তদন্তে নেমে ৩৬ জনের নাম উঠে এসেছে। তারমধ্যে ১৬ জনকে সনাক্ত করতে পেরেছে পুলিশ। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। ঘটনার কড়া নিন্দা জানিয়েছে স্থানীয় প্রশাসন।