হায়দরাবাদ, ১২ জুন: মুম্বইয়ের (Mumbai) পর এার ভয়াবহ ঘটনা তেলাঙ্গানায় (Telangana)। এবার ১৯ বছরের এক কিশোরীর চোখে স্ক্রিউড্রাইভার দিয়ে ফঁটো করে দেওয়ার অভিযোগ উঠল। তেলাঙ্গানার বিকারাবাদ এলাকায় ১৯ বছরের এক কিশোরীর চোখে প্রথমে স্ক্রিউড্রাইভার দিয়ে ফঁটো করে দেওয়া হয়। তারপর গলা চিরে খুন করা হয় তাঁকে। এখানেই শেষ নয়। খুনের পর ওই কিশোরীর দেহ ফেলে দেওয়া হয় স্থানীয় একটি পুকুরের জলে। জুট্টু শিরিষা নামে ওই কিশোরীর দেহ উদ্ধারের পর তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
রিপোর্টে প্রকাশ, ১০ থেকে ১১ জুনের মধ্যে খুন করা হয় ওই কিশোরীকে। স্থানীয়রা বিকারাবাদের কালাপুরের একটি পুকুর থেকে ওই কিশোরীর রক্তাক্ত দেহ উদ্ধার করে।
ঘটনার পরপরই তদন্ত শুরু করে পুলিশ। কেন ওই কিশোরীকে নৃশংসভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।