হায়দরাবাদ, ১২ অগাস্ট: ইউটিউবে (You Tube) ভিউস বাড়াতে এবার ময়ূরের (Peacock) কারি রাঁধলেন এক ইউটিউবার। শুনতে অবাক লাগলেও এবার এমনই অদ্ভুদ ঘটনার সাক্ষী তেলাঙ্গানা (Telangana)। যেখানে রাজন্যা সরসিলা এলাকায় বসবাসকারী এক ইউটিউবার নিজের চ্যানেলে দর্শক বাড়াতে ময়ূর ধরে, তা রাধেন। কোডাম প্রণয় কুমার নামে ওই ইউটিউবারের কীর্তি সামনে আসতেই তাঁর উপর শাস্তির খাড়া নেমে আসে।
ঘটনার খবর পেতেই ওই ইউটিউবারের বাড়িতে পৌঁছে যান বন দফতরের আধিকারিকরা। এরপর প্রণয় কুমারের বাড়ি থেকে তাঁর রান্না করা মাংসের ঝোলের নমুনা সংগ্রহ করে তা ফরেন্সিক ল্যাবে পাঠানো হয় পরীক্ষার জন্য।
ঘটনার পরপরই প্রণয় কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এরপরই প্রণয় কুমার নামে ওই ইউটিউবারকে আটক করে পুলিশ। ঘটনার পরপরই ইউটিউবের তরফেও প্রণয় কুমারের ভিডিয়োর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বলে খবর। যে প্রজাতির পশু, পাখি সংরক্ষণের আওতায়, তা ধরে রান্নার জন্যই প্রণয় কুমারের ভিডিয়োর সম্প্রচার বন্ধ করা হয়েছে বলে জানা যায়।