Husband Kills Wife (Photo Credit: ANI/X)

হায়দরাবাদ, ২৩ জানুয়ারি: স্ত্রীকে (Wife) খুন করে, টুকরো টুকরো করে কাটল স্বামী (Husband)। স্ত্রীর মৃতদেহ টুকরো করে কেটে, তার কয়েক খণ্ড প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে ফেলে স্বামী। মৃতদেহের বাকি অংশ নিয়ে নিকটবর্তী লেকের জলে ফেলে দেযয এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী তেলাঙ্গানা (Telangana)। দক্ষিণের এই রাজ্যের রঙ্গরেড্ডি জেলার মীরপুরে এমনই একটি ঘটনা ঘটে যায়। যেখানে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ছুরি চালিয়ে তাঁকে নির্মমভাবে খুন করে স্বামী। এরপর দেহাংশের বেশ কিছুটা অংশ প্রেসার কুকারে সেদ্ধ করে। বাকি অংশ লেকের জলে ছুঁড়ে ফেলে দেয়। স্ত্রীর খুনের পর অপরাধ স্বীকার করে স্বামী। এমনকী সে স্ত্রীর দেহাংশ লেকের জলে ছুঁড়ে ফেলেছে বলেও পুলিশি জেরায় স্বীকার করে। যে ঘটনা প্রকাশ্যে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

দেখুন এই বাড়িতেই ছিল গুরুমূর্তি এবং মাধবীর সংসার...

 

আরও পড়ুন: Rape In Rajkot: ছাত্রীকে লাগাতার ধর্ষণ, গ্রেফতার স্কুল ভ্যান চালক

গত ১৭ জানুয়ারি থেকে রঙ্গরেড্ডির মীরপুরে বসবাসকারী মাধবীর কোনও খোঁজ মিলছিল না। মাধবীর মা শুভাম্মা মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন। তিনি জানান, গত ১৫ বছর আগে গুরুমূর্তি নামে এক সেনা কর্মীর সঙ্গে তিনি মেয়ের বিয়ে দেন। সন্তানদের নিয়ে গুরুমূর্তি এবং মাধবীর এল বি নগরে থাকছিলেন। বর্তমানে প্রাক্তন সেনা কর্মী গুরুমূর্তি একটি নিরাপত্তা সংস্থায় কর্মরত। স্বামী, স্ত্রীর মাঝে তেমন কোনও সমস্যা ছিল না। সামান্য সমস্যা এবং কথা কাটাকাটির জেরে গুরুমূর্তি কেন স্ত্রীকে খুন করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে স্ত্রীর খুনের বিষয়ে সমস্ত অপরাধ গুরুমূর্তি স্বীকার করে নিয়েছে।