হায়দরাবাদ, ১৪ নভেম্বর: কলেজের জুনিয়রকে র্যাগিংয়ের অভিযোগে ৫ ছাত্রকে আটক করল পুলিশ। সেই সঙ্গে আরও ৫ জনকে খুঁজছে সাইবেরাবাদ থানার পুলিশ। যদিও ৫ জনের খোঁজ এখনও মেলেনি বলে খবর। তেলাঙ্গানা থেকে সম্প্রতি এমনই একটি ভয়াবহ ভিডিয়ো প্রকাশ্যে আসতে শুরু করে। যেখানে শঙ্করপল্লির আইবিএস কলেজে সদ্য ভর্তি হওয়া এক পড়ুয়াকে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। এমনকী ওই পড়ুয়াকে মারধরের পাশাপাশি ধর্মীয় স্লোগান দিতেও বাধ্য করা হয় বলে অভিযোগ। গত ১ নভেম্বর রঙ্গরেড্ডি জেলার আইবিএস কলেজের একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। যেখানে কলেজে সদ্য ভর্তি হওয়া এক পডুয়াকে নাস্তানাবুদ করা হয়। সেই সঙ্গে তাঁকে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয় বলে ভিডিয়োতে দেখা যায়। দেখু ন সেই ভিডিয়ো...
Seniors students of IBS College in #Chevella in Telangana ragging a junior student. @SabithaindraTRS @KTRoffice @KTR_News @TelanganaCMO @SomeshKumarIAS @arvindkumar_ias @TelanganaDGP @cyberabadpolice @CommissionerHR pic.twitter.com/fVluiX6HHj
— R V K Rao_TNIE (@RVKRao2) November 11, 2022
গত ১ নভেম্বরের ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে, আইবিএস কলেজের সেই পড়ুয়ারা দুই ধর্মের অন্তর্ভুক্তই। ফলে ধর্মীয় রং দিতে কলেজের জুনিয়রের উপর অত্যাচার করে তাঁকে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হয় কি না, তা নিয়ে খোঁজ শুরু হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ৩৪২, ৩২৩,৪৫০, ৫০০সহ আরও বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ।