সাঙ্গারেড্ডিতে সিগাচি ফার্মা কেমিকালের কারখানায় ভয়াবহ বিস্ফোরণের (Telangana Chemical Factory Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। এদের মধ্যে ৩১ জনের দেহ শুধুমাত্র ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হয়েছে। বাকি ৩ জনের হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তুপের মধ্যে চলে উদ্ধারকাজ। আহতদের ৩৫ জনের এখনও চিকিৎসা চলছে। যাঁদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার সকালে পাটানচেরুর একটি হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি। সেখানে আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।
ক্ষতিপূরণের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এছাড়া নিহতদের পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী রেড্ডি। তারপর এই দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি। জানা যাচ্ছে, তাৎক্ষণিক খরচের জন্য মৃতদের পরিবারের জন্য ১ লক্ষ টাকা ও আহতদের জন্য ৫০ হাজার টাকা দেওয়া হবে। পরবর্তীকালে মৃতদের পরিবারের জন্য ১ কোটি, গুরতর আহতদের জন্য ১০ লক্ষ এবং বাকি আহতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় আগুন
পাসামাইলারাম ইন্ডাস্ট্রিয়াল এলাকায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন রেভন্ত রেড্ডি। সোমবার সকালে কারখানায় রুটিন অপারেশনের সময় আচমকাই একটি রিঅ্যাক্টর বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে কারখানার বিভিন্ন প্রান্তে আগুন ছড়িয়ে পড়ে। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলে থাকা কর্মী, আধিকারিকদের দেহ কার্যত ১০০ ফুট দূরে গিয়ে পড়ে। এখনও ধ্বংসস্তুপের মধ্যে থেকে উদ্ধার হচ্ছে কর্মীদের হাত, পা ও দেহের অংশ।