বিশ্বকাপ নিয়ে দেশে ফিরল ভারতীয় দল (ছবিঃ ANI)

নয়াদিল্লিঃ ১১ বছরের অপেক্ষা! দেশের মাটিতে আসেনি বিশ্বকাপ (World Cup)। ঘরের মাটিতে ভারতের বিশ্বকাপ হাত ছাড়ার আক্ষেপ হয়তো সবে ভুলতে বসেছিল ক্রিকেটপ্রেমীরা। ঠিক তখনই ভারতকে বিশ্বকাপ এনে দিল টিম ইন্ডিয়া (Team India)। দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে বিশ্বকাপ ঘরে তুলল রোহিত শর্মা (Rohit Sharma) ব্রিগেড। তবে বিশ্বকাপ জিতলেও, হারিকেনের কাছে হার মানতে হয়েছিল রোহিত-বিরাটদের (Virat Kohli)। ঘূর্ণিঝড় বেরিলের কারণে সে দেশেই আটকে ছিলেন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। অবশেষে বিশ্বজয় করে দেশে ফিরলেন ঘরের ছেলেরা। গতকাল, ভারতীয় দলকে দেশে ফেরাতে বার্বাডোজে পৌঁছেছিল এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান। তাতে চেপেই বৃহস্পতি সকালে দেশের মাটি ছুঁল মেন ইন ব্লু। আজ, বৃহস্পতিবার ভোরে বিসিসিআইয়ের তরফে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে সাধের রূপোলি ট্রফিটি ছুঁয়ে দেখছেন বিরাট-রোহিতরা। আজ, বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে পা রেখেছে ভারতীয় দল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিমান বন্দর ছাড়ে টিম ইন্ডিয়ার বাস।বিমানবন্দরেই ভিড় জমিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা।ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন বিরাট কোহলিরা। এরপর টিম বাসে চেপে হোটেলের দিকে রওনা দেন তাঁরা।

দেশের মাটিতে পা রাখল মেন ইন ব্লু

বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিয়ো

দিল্লি বিমানবন্দরে ক্রিকেটপ্রেমীদের ঢল