নয়াদিল্লিঃ বিশ্বকাপ নিয়ে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া (Team India)। বুধ সকালে দিল্লি বিমানবন্দরের (Delhi Airport) মাটি ছুঁয়েছে এয়ার ইন্ডিয়ার (Air India)বিশেষ বিমান। ১১ বছর পর দেশের মাটিতে এসেছে বিশ্বকাপ। আনন্দ বাঁধ মানছে না ক্রিকেটপ্রেমীদের। দেশে ফিরে মেন ইন ব্লু-দের মুখে লেগে শান্তির হাসি। এ দিন সকালে দিল্লি বিমানবন্দর থেকে হোটেল আইটিসি মৌর্যতে গিয়ে ওঠে রোহিত শর্মা ( Rohit Sharma) ব্রিগেড। সেখানে বিশ্বজয়ীদের জন্য এলাহি অভিনন্দনের ব্যবস্থা করা হয়। বিশ্বকাপের আদলে গড়া কেক কেটে চলে উদযাপন। ভাংরার তালে কোমর দোলান সূর্য কুমার যাদবেরা। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে রওনা দিয়েছে টিম ইন্ডিয়ার বাস। সেখানে বেলার দিকে বিশ্বজয়ী দলের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে সাক্ষাতের পর মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাবে টিম ইন্ডিয়ায় বিশেষ বিমান। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় বেরিলের কারণে ক্যারবিয়ান দীপপুঞ্জে আটকে পড়েছিল ভারতীয় দল। বার্বাডোজে বিমান পরিষেবা বন্ধ থাকায় দেশে ফেরা সম্ভব হচ্ছিল না। অবশেষে, বুধবার ঘরের ছেলেদের ঘরে ফেরাতে বার্বাডোজে পৌঁছয় এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। তাতে চেপেই দেশে পৌঁছল বিরাট কোহলিরা।
নরেন্দ্র মোদীর বাসভবনের দিকে রওনা দিল টিম ইন্ডিয়ার বাস
Delhi: Indian Cricket Team leave from ITC Maurya to meet PM Narendra Modi. After the meeting, they will return to the airport to board a special flight to Mumbai pic.twitter.com/h6L1mQivMO
— IANS (@ians_india) July 4, 2024