ভরতপুর: ছাত্রীকে (student) বিয়ে করতে নিজের লিঙ্গ (Gender) পরিবর্তন করলেন এক শিক্ষিকা (woman teacher)। অভূতপূর্ব এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভরতপুরে (Bharatpur)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই শিক্ষিকার নাম মীরা কুন্তল। তিনি ভরতপুরের একটি স্কুলের শারীর শিক্ষার শিক্ষিকা। ক্লাস করাতে করাতে স্কুলেরই এক ছাত্রী কল্পনা ফৌজদারের প্রেমে পড়েন তিনি। তারপর একসময় দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তারই কারণে নিজের লিঙ্গ পরিবর্তন করে মহিলা থেকে পুরুষ হলেন মীরা। অপারেশন করানোর পর মীরার নাম হয়েছে আরাভ।
এপ্রসঙ্গে মীরা কুন্তল বলেন, "ভালোবাসায় সব কিছুই সম্ভব তাই আমি আমার লিঙ্গ পরিবর্তন করেছি। আমি মেয়ে হয়ে জন্মালেও সবসময় নিজেকে ছেলে মনে করতাম। সবসময় অপারেশন করে নিজের লিঙ্গ পরিবর্তন করার কথা ভাবতাম। তাই ২০১৯ সালের ডিসেম্বর মাসে আমি প্রথম অপারেশন করাই।"
কল্পনার কথায়, "আমি প্রথম থেকেই ওকে ভালোবেসে ফেলেছিলাম। যদি এই অপারেশন না করত তবুও আমি ওকেই বিয়ে করতাম। অপারেশনের সময়ও আমি ওর সঙ্গেই গেছিলাম।"
Bharatpur, Rajasthan | Teacher undergoes gender change surgery to become a male & marry a student
"I always wished to undergo surgery to change my gender. I had my first surgery in December 2019," says Aarav Kuntal, teacher who changed his gender pic.twitter.com/S70JGrprwr
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 8, 2022
I loved him from the beginning. Even if he had not done this surgery, I would have married him. I went along with him for the surgery: Kalpana after marrying Aarav pic.twitter.com/SPKnH9TrbW
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 8, 2022