ফের শিক্ষকের যৌন লালসার শিকার নাবালিকা ছাত্রী। ফাঁকা ক্লাসরুমে সপ্তম শ্রেণির এক কিশোরীকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল স্কুলেরই এক শিক্ষকের বিরুদ্ধে সম্প্রতি ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ের (Pimpri-Chinchwad) নিগড়ি থানা এলাকায়। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করলেই শুরু হয় তদন্ত। আর তারপরই শুক্রবার গ্রেফতার করা হয় তাঁকে। অভিযু্ক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করছে নির্যাতিতার পরিবার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিগড়ি থানার পুলিশ।
কিশোরীকে ভয় দেখাত অভিযুক্ত
জানা যাচ্ছে, জুলাই পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর কর্পোরেশনের একটি স্কুলে পাঠরত ওই কিশোরী প্রথমবার গত ১১ জুলাই নির্যাতনের শিকার হয়েছিল ওই নাবালিকা। তারপর থেকে মাঝেমধ্যেই তাঁকে ভয় দেখাতো ওই শিক্ষক। প্রথমে আতঙ্কে বাড়িতে কিছু না বললেও গত বুধবার পরিবারকে সবটা জানায় সে। তারপর পুলিশের দারস্থ হয় নির্যাতিতার পরিবার। অন্যদিকে বাকি অভিভাবকদের কানে ঘটনাটি পৌঁছে যেতেই তাঁরা স্কুল চত্বরে এসে অভিযুক্তের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
অবশেষে শুক্রবার অভিযুক্ত সন্তোষ বেন্দ্রেকে দ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় রুজু হয়েছে মামলা। অন্যদিকে স্কুল থেকেও বহিস্কার করা হয় তাঁকে। গোটা ঘটনার তদন্ত এখনও জারি রেখেছে পুলিশ।