প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

চেন্নাই: জেলবন্দি ছেলের (Imprisoned son) জামিনের টাকা (bail money) জোগাড় করতে গিয়ে এক মহিলার গলার সোনার চেন (Gold chain) ছিনতাই করে ধরা পড়ল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamilnadu) থিরুমঙ্গলম (Thirumangalam) এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, থিরুমঙ্গলম এলাকার বাসিন্দা ৬১ বছরের সীতালক্ষ্মী স্থানীয় একটি মন্দির পুজো দিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় একটি বাইকে করে এক দুষ্কৃতী এসে তাঁর গলায় থাকা সোনার চেন ছিনিয়ে নিয়ে চলে যায়। এরপরই থিরুমঙ্গলম পুলিশ স্টেশনে গিয়ে এই বিষয়ে অভিযোগ দায়ের করেন সীতালক্ষ্মী।

তার ভিত্তিতে তদন্ত করতে নেমে ঘটনাস্থলে থাকা সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে থিরুমঙ্গলম থানার পুলিশ। আর তাতেই শনাক্ত হয় ওই ছিনতাইকারী। এরপরই চেন্নাইয়ের (Chennai) পুরুসাওয়ালকম (Purusawalkam) এলাকায় থাকা বাড়ি থেকে মহম্মদ ইলিয়াজ নামে ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত জানায়, তার জেলবন্দী ছেলের জামিনের টাকা জোগাড় করতে এই অপরাধ করেছে সে। বলে, মদের ঘোরে হওয়া গণ্ডগোলের জেরে কুমার নামে এক ব্যক্তির মৃত্যু হয়। সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেপ্টেম্বর মাস থেকে জেলবন্দি রয়েছে তার ২৫ বছর বয়সী ছেলে মহম্মদ ফিয়াজ।