কারুরে পদপিষ্টের ঘটনায় (Karur Stampade Case) মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৯। আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৮। ঘটনাস্থলে এখনও রয়েছে রক্তের দাগ, যত্রতত্রের মতো ছড়িয়ে রয়েছে জুতো, ব্যাগ সহ একাধিক জিনিসপত্র। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। রবিবার ভোরের দিকে কারুর মেডিকেল কলেজ ও হাসপাতালে যান তিনি। সেখানে আহতদের সঙ্গে দেখা করে। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন। ইতিমধ্যেই তিনি মৃতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।
হাসপাতালে রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী
অন্যদিকে রবিবার সকালে হাসপাতালে পৌঁছালেন রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। তিনিও আহতদের সঙ্গে দেখা করেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসা পরিষেবায় যেন কোনও গাফিলতি না হয়, সেই বিষয়টিও নিশ্চিত করেন উদয়নিধি। গতকাল দুর্ঘটনার পর সোশাল মিডিয়াতে শোকপ্রকাশ করেছিলেন তিনি। পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কিসের গাফিলতিতে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
কারুরে পদপিষ্টের ঘটনা
প্রসঙ্গত, গতকাল কারুরে থালাপতি বিজয়ের একটি রাজনৈতিক জনসভায় চরম বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পর্যান্ত নিরাপত্তা না থাকার কারণে পদপিষ্টের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয় ৩৯ জনের। আহত হয়েছেন ৫৮ জন। ঘটনার পর শোকপ্রকাশ করেছেন সুপারস্টার বিজয়।