Photo Credit: Twitter@xpresstn

কোয়াম্বাটোর,৪ এপ্রিল: তামিলনাড়ু বিজেপি-তে আন্নামালাই যুগের অবসান হওয়ার পথে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের পূর্ণ আস্থাকে কাজে লাগাতে না পেরে সরে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামালাই (K Annamalai)। এএআইএডিএম-কের সঙ্গে ফের বিজেপির জোট সম্ভাবনা হওয়ার পর অনেকেই ধরে নিয়েছিলেন এবার আন্নামালাই সরে দাঁড়বেন। ২০২১ সালের জুলাইয়ে দক্ষিণের এই রাজ্যে আন্নামালাইকে সভাপতি করেছিলেন মোদী-শাহ-রা। লক্ষ্য ছিল, স্ট্যালিন-কংগ্রেসকে ধাক্কা দিয়ে তামিল প্রদেশে পদ্ম ফোটানো। আন্নামালাইকে সব সাহায্য, সব কথা শুনেছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

আর সভাপতি পদে লড়বেন না আন্নামালাই

কারণ আন্নামালাই মনে করেন, AIADMK-র সঙ্গে জোটে না গিয়ে বিজেপি একাই লড়ুক। কিন্তু লোকসভা ভোটে ভরাডুবির পর অমিত শাহ- জেপি নাড্ডারা আর আন্নার ফর্মুলায় রাজি নন। এমন জল্পনার মাঝে কোয়াম্বাটোরে তামিলনাড়ুর বিজেপি সভাপতি জানালেন, " তামিলনাড়ুর পরবর্তী বিজেপি রাজ্য সভাপতি ঐক্যমতের ভিত্তিতে নির্ধারিণ হবে। কোনওরকম ভোট হবে না। আমি শুধু এটুকু বলতে পারি আমি রাজ্যে নেতৃত্বের লড়াইতে নেই।"

আরও পড়ুন-অন্ধ্রপ্রদেশে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের অফিসে আগুন, জ্বলল সচিবালয়ের বিদ্যুৎ সরবরাহ কক্ষ

আন্নামালাইয়ের ওপর পূর্ণ আস্থা রেখে লাভ হল না বিজেপির

গত কয়েক বছরে তামিলনাড়ুতে বিজেপি তাদের সব বাজি ধরেছিল কে আন্নামালাইয়ের ওপর। আন্নামালাইয়ের আগ্রাসী রাজনীতির ওপর আস্থা রেখে তাঁর কথা শুনে পুরনো জোট সঙ্গী এআইএডিএমকে-র সঙ্গে জোট ছেড়ে বেরিয়ে একাই লোকসভা নির্বাচনে লড়েছিল বিজেপি। আন্নামালাইয়ের দাবি ছিল, তামিলনাড়ুতে জয়ললিতার এএআইএডিএমকে-কে ছাড়াই বিজেপি চমকপ্রদ ফল করবে। তাঁর কথা শুনেই অমিত শাহ-জেপি নাড্ডারা ২০২৪ লোকসভা নির্বাচনে তামিলনাডু়তে একাই লড়েছিল। কিন্তু তাতে ভরাডুবি হয় বিজেপির। আন্নামালাই সহ রাজ্যে বিজেপির সব প্রার্থীরাই পরাস্ত হয়েছিলেন। আগামী বছর তামিলনাড়ুতে বিধানসভা ভোটে।

AIADMK-র সঙ্গে ফের জোটে যেতে পারে বিজেপি

এমকে স্ট্যালিন-কংগ্রেসের জোট সরকারকে হারাতে আর আন্নামালাইয়ের কথা শুনতে চায় না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই AIADMK-র সঙ্গে জোটের প্রক্রিয়া শুরু করেছে পদ্ম শিবির। জয়ললিতার দলের শীর্ষ নেতৃত্ব দিল্লিতে এসে বিজেপি নেতাদের জানিয়েছিলেন, আন্নামালাই তামিলনাডু়তে বিজেপি সভাপতি থাকলে, জোট প্রক্রিয়া মসৃণ হবে না। কারণ অতীতে বারবার ডিএমকে-র সুরে আন্নামালাই AIADMK-কে তোপ দেগেছেন।