কেরালার বিখ্যাত শবরীমালা (Sabarimala) থেকে তীর্থযাত্রীদের নিয়ে ফেরার পথ গাড়ি উলটে মৃত্যু হল ৮ তীর্থযাত্রীর। কেরালা তামিলনাড়ু ( Kerala-Tamil Nadu Border) সীমানায় কাছে কুমুলি পাসের (Kumuli Mountain Pass) কাছে বাঁক ঘুরতে গিয়েই গাড়িটি উলটে প্রায় ৪০ ফুট গভীর খাদে পড়ে যায়। পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় আট তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু সহ আরও দুইজনকে। হতাতর সকলেই তামিলনাড়ুর থেনি-আন্দিপেট্টির (Theni-Andipetty) বাসিন্দা। পুলিশে সূত্রে খবর, পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারানোতেই এই দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
8 killed in Tamil Nadu as devotees' car falls in 40-feet-deep pit
Read @ANI Story | https://t.co/csLcbn7EzV#TamilNadu #Accident #Devotees #Theni pic.twitter.com/RW7WqJuDmr
— ANI Digital (@ani_digital) December 24, 2022