
চেন্নাই, ৩০ মে: বিরিয়ানি (Biryani) খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে মৃত্যু। তাও আবার ৮ বছরের এক শিশুর (Child)। শুনতে অবাক লাগলেও, তামিলনাড়ুর (Tamil Nadu) কোয়েম্বাটুরে এমনই একটি ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়। কোয়য়েম্বাটুরের শ্রবণমপট্টিতে এক পরিবার দোকান থেকে বিরিয়ানি আনিয়ে খাওয়ার পর বিপর্যয় ঘটে। মাত্র ৮ বছরের এক শিশুর মৃত্যু হয় বিরিয়ানি খাওয়ার কয়েক ঘণ্টার মাথায়। এস সঞ্জীব নামে ওই শিশু দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্য়ুর খবরে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
রিপোর্টে প্রকাশ, বৃহস্পতিবার রাতে রেস্তোরাঁ থেকে বিরিয়ানি আনায়য় সঞ্জীবের পরিবার। মা, বাবার সঙ্গে বিরিয়ানি খেয়ে রাত ১২টা পর্যন্ত খেলাধুলো করে সঞ্জীব। শুক্রবার সকাল ৮টা নাগাদ সঞ্জীবের বাবা, মা ঘুম থেকে ওঠেন। কিন্তু বার বার ছেলেকে ডাকলেও তার কোনও সাড়াশব্দ মেলেনি। সঞ্জীবের প্রায় নিথর দেহ নিয়ে তার বাবা, মা স্থানীয় হাসপাতালে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
কী কারণে সঞ্জীবের মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা ছড়িয়েছে। ময়নাতদন্তের পরই মৃৃত্যুর কারণ জানা যাবে। তবে বিরিয়ানি খাওয়ার পরই সঞ্জীবের মৃত্যু হয়েছে বলে পরিবারের প্রাথমিক অনুমান।