বেঙ্গালুরু, ১২ মে: এক্সিট পোলের ফল কর্ণাটকে এগিয়ে রেখেছে কংগ্রেস। এক বড় নির্বাচনী ফল সমীক্ষক সংস্থা তো কংগ্রেসকে ১৪০টি আসনে দিয়েছে। কিন্তু এক্সিট পোলের ফলে সুখবরের মাঝেও অপারেশন পদ্মের আশঙ্কা করছে কংগ্রেস। বহু টাকা খরচ করে বিজেপি তাদের বিধায়কদের ভাঙাতে পারে। যাকে বিরোধীরা নাম দিয়েছে অপারেশন লোটাস বা অপারেশন পদ্ম। এমন আশঙ্কায় কর্ণাটকের ২২৩টি আসনের প্রার্থীদের বেঙ্গালুরুতে আসার নির্দেশ দিল কংগ্রেস।
কর্ণাটকে সরকার গঠন না হওয়া পর্যন্ত রাজ্যে তাদের সব প্রার্থীদের একসঙ্গে একটি হোটেল বা লজে থাকার নির্দেশ দিল কংগ্রেস। কর্ণাটকে কংগ্রেস জিতলে, মুখ্যমন্ত্রী শিবকুমার হন নাকি সিদ্ধারামাইয়া সেটা এখন হাত শিবিরের সবচেয়ে বড় জল্পনা। আরও পড়ুন-প্রকাশিত CBSE-র দ্বাদশের ফল
দেখুন টুইট
Taking no chances with the operation lotus of #BJP in #Karnataka, #Congress directed the candidates to reach Bengaluru and stay at a particular place until the govt is formed. pic.twitter.com/A69k0QwK9i
— IANS (@ians_india) May 12, 2023
প্রসঙ্গত, কর্ণাটকে সরকার গড়তে হল ১১৩ জন বিধায়কের সমর্থন লাগে। ত্রিশঙ্কু বিধানসভার সম্ভাবনার কথাও উঠে এসেছে কিছু এক্সিট পোলে।