ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার তৈরি কাশির সিরাপ খেয়ে উজবেকিস্তানের ১৮ জন শিশুর মৃত্যুর(Uzbekistan Cough Syrup Death) খবর আসে গতকাল। উজবেকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, উত্তর প্রদেশের নয়ডার ওষুধ প্রস্তুতকারী সংস্থা মারিওন বায়োটেকের তৈরি ‘ডক-১ ম্যাক্স’ ট্যাবলেট ও সিরাপ খেয়েই এই ঘটনা ঘটেছে। এরপরেই ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (Drugs Controller General of India) পক্ষ থেকে উজবেকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। ওষুধে সত্যিই কোনও সমস্যা রয়েছে কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগাইজেশন (Central Drugs Standard Control Organisation)।
তদন্তের পর আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী ডঃ মনসুখ মান্ডব্য জানান কাশির সিরাপ ডক 1 ম্যাক্স (Doc-1 Max Syrup)এর পরীক্ষার পর সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগাইজেশনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে নয়ডায় মারিওন বায়োটেকের (Marion Biotech,Noida) সমস্ত উৎপাদন এই মুহুর্তে বন্ধ করে দেওয়া হয়েছে।
Following inspection by @CDSCO_INDIA_INF team in view of reports of contamination in cough syrup Dok1 Max, all manufacturing activities of Marion Biotech at NOIDA unit have been stopped yesterday night, while further investigation is ongoing.
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 30, 2022