নয়া দিল্লি, ২৮ জুলাইঃ রবিবার সকাল থেকে দিল্লির রাজেন্দ্র নগরে (Rajendra Nagar) হুলুস্থুল কাণ্ড। শনিবার রাতে এলাকার একটি আইএএস কোচিং সেন্টারের (Rajendra Nagar Coaching Centre) বেসমেন্টে জমা জলে ডুবে মৃত্যু হয়েছে তিন ছাত্রের। এদিন সন্ধে থেকে প্রবল বৃষ্টির জেরে এলাকার সমস্ত ড্রেন, জলনিকাশি ব্যবস্থা অকেজো হয়ে পড়ে। ফলে হু হু করে জল ঢুকতে থাকে কোচিং সেন্টারের বেসমেন্টে। বাকি পড়ুয়ারা বেরিয়ে আসতে পারলেও আটকে পড়েন তিনজন। জমা জলে ডুবে বেসমেন্টেই মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশ, কেরল এবং তেলঙ্গানা থেকে দিল্লিতে ইউপিএসসি (UPSC) পরীক্ষার জন্যে প্রস্তুতি নিতে আসা ওই তিন ছাত্রের। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তপ্ত গোটা এলাকা। পড়ুয়ারা কোচিং সেন্টারের বাইরে জমায়েত করে বিক্ষোভ শুরু করেন। ছাত্রদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে আসেন আপ সাংসদ স্বাতী মালিওয়াল (Swati Maliwal)। এদিকে স্বাতীকে দেখা মাত্রই আরও ক্ষেপে ওঠেন ছাত্ররা। 'গো ব্যাক' স্লোগান তুলে বিক্ষোভ আরও জোরালো করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, ছাত্র মৃত্যুর এই ঘটনা নিয়ে তাঁরা কোন রাজনীতি করতে দেবেন না।
অন্যদিকে ঘটনাস্থলে এসে দিল্লি সরকারকে দুষছেন সাংসদ স্বাতী (Swati Maliwal)। তাঁর অভিযোগ, ১২ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গিয়েছে এখনও পর্যন্ত দিল্লি সরকারের কোন মন্ত্রী, পুরসভার মেয়র কিংবা কোন অফিসার সেখানে আসেননি। জমা জলে ডুবে ছাত্র মৃত্যুর ঘটনাটি কোন বিপর্যয় নয়, বরং এটিকে 'খুন' বলে অভিযোগ তোলেন তিনি। সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন স্বাতী।
স্বাতীকে ঘিরে বিক্ষোভ...
#WATCH | Delhi: AAP MP Swati Maliwal arrives at the spot in Old Rajender Nagar where the students are protesting.
The students protest against her and say, 'We will not let you do politics."
3 students lost their lives after the basement of a coaching institute was filled with… pic.twitter.com/M1PwylN6bs
— ANI (@ANI) July 28, 2024
আপ সাংসদ আরও বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে ছাত্ররা দিল্লিতে আসেন। তাঁদের বাবা-মায়েরা কত কষ্ট করে ছেলে মেয়েদের এখানে পড়তে পাঠায়। মৃত পড়ুয়াদের প্রত্যকের বাড়ি গিয়ে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন স্বাতী।
#WATCH | On Delhi's Old Rajinder Nagar Coaching Centre incident, AAP MP Swati Maliwal says, "The students are very sad and angry. It has been more than 12 hours, till now neither any minister of Delhi government has come, nor the mayor of MCD, nor any officer. I believe that… pic.twitter.com/7pm7I6tg3j
— ANI (@ANI) July 28, 2024