লখনউ, ২ ফেব্রুয়ারি: ভোটের মুখে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বিজেপি ছাড়েন স্বামী প্রসাদ মৌর্য (Swami Prasad Maurya)। বিজেপি (BJP) ছেড়ে এবার সমাজবাদী পার্টির হয়ে ভোটে লড়বেন স্বামী প্রসাদ। বিজেপি-এসপি, দুই পক্ষের কাছেই স্বামী প্রসাদ মৌর্য ইস্যুটা মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। সেই স্বামী প্রসাদ মৌর্যকে ফাজিলনগর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করাল সমাজবাদী পার্টি।
যে ফাজিলনগরে গত ২০১৭ বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী গঙ্গা সিং খুশওয়া ৪২ হাজারের বেশি ভোটে জিতেছিলেন। এবার এই আসনে স্বামী প্রসাদ মৌর্যার বিরুদ্ধে বিজেপির প্রার্থী বিধায়ক গঙ্গা সিং খুশওয়া-র ছেলে সুরেন্দ্র খুশওয়া। আরও পড়ুন: সাইকেল চালিয়ে সংসদে ভবনে এলেন যে মন্ত্রী
গত তিনটি বিধানসভা ভোটে স্বামী প্রসাদ মৌর্য পাদুরানা বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন। তার মধ্যে স্বামী প্রসাদ ২০০৭ ও ২০১২-তে মায়াবতীর বিএসপি-র টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন। আর ২০১৭-তে বিজেপির টিকিটে জিতে মন্ত্রী হয়েছিলেন। তবে এবার পাদুরানা নয়, স্বামী প্রসাদ এসপি-র হয়ে লড়বেন ফাজিলনগর থেকে।