পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়সলমীর (Jaisalmer) থেকে গ্রেফতার এক ব্যক্তি। বুধবার সানকাদার কোতয়ালি থানার পুলিশ জীবন খান নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাঁর থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি ফোন, সিম ও সন্দেহজনক নথিপত্র। প্রাথমিক জেরায় জানা গিয়েছে জীবন পাকিস্তানে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে জয়সলমীর সেনাক্যাম্প সংক্রান্ত তথ্য পাচার করত। বুধবার তাঁকে গ্রেফতারির পরেই আদালতে পেশ করা হয়। বিচারপতি তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

ক্যাম্পের আশেপাশেই থাকত অভিযুক্ত

জানা যাচ্ছে, সানকাদার এলাকার বাসিন্দা ছিল জীবন খান। আর জয়সলমীর সেনা ক্যাম্প এলাকায় একটি রেস্তোরাঁতে কাজ করত সে। আর সেই কাজের কারণেই ওই এলাকায় সেনা আধিকারিকদের গতিবিধির ওপর নজর রাখত বছর ৩০-এর ওই যুবক। সেই কারণে দিনের বেশিরভাগ সময়ই ক্যাম্পের আশেপাশে থাকত। এমনকী ক্যাম্পের মধ্যে ঢুকে খাবার দিয়ে আসত সে।

যুবকের ওপর নজর রাখছিল গোয়েন্দারা

গত কয়েকদিন ধরেই তাঁর ওপর নজর রাখছিল সামরিক গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। এরমধ্যে মঙ্গলবার সে খাবার দেওয়ার জন্য ক্যাম্পে ঢুকলে তাঁকে আটকে রাখা হয়। পরে থানায় খবর দিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁর ফোন থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহজনক পাকিস্তানি নম্বর।